জ্ািননা
(25 ফেব্রুয়ারী স্মরণে)
প্রভাতের নতুন সূর্যস্পর্শে নতুন দিনের আগমনী বার্ত্রা
ঘুমঘুম চোখমেলে সুখের স্পর্শ খুজি ...
আমাদের বিন্দু বিন্দু করে জমা সুখ,স্বস্তি,স্বপ্নের ভুবন
ঠিক যেন হৃদয়ের শান্ত তীরের নীল সৈকতবেলা
সাগরের এরুপ দেখেছি তোমার আমার ভুবনে
তাই সমুদ্রতটে লিখেছি পৃথিবীর সুন্দরসব ভালোবাসা
কখনো ভাবিনি আমার সৈকতে এ বসন্তেও ঝড় হবে..
.সব সুন্দরেরা মুছে যাবে দেশপ্রেমিকের রক্তের জোয়ারে
যেখানে বিশ্বস্ত(!) সহোযাত্রীর হাতে জন্ম নিবে নতুন একাত্তর.
.আবার অবিশ্বাস আর স্বার্থপরতার ছোবলে কলঙ্কিত হবে বায়ান্ন,একাত্তর...
বিভৎস বাস্তবতায় উন্মাদ লালসার পৃথিবীতে
কোন্ নিরাপদ কুঠিরে আসবে আমার অনাগত সন্তান..?
কে তার ঢাল হবে ?
অথবা তার আজন্ম ক্ষত,অপুরণীয় ক্ষতির ভাগিদার হবে কে ?
অরক্ষিত নিঃস্বার্থ দেশপ্রেমিকের করুন গল্প যে প্রভাতে জন্ম নেয়.
.সেখানে আমি ,আমরা,আমাদের সন্তানর নিরাপত্তা কি অবাস্তব প্রত্যাশা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।