চুপ!
আমার 'আমি'টাকে বাঁচানোর জন্যে
আমার একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা চাই।
বাবা-মা আমায় অনে-ক ভালোবাসে......
কারন আমি তাদের হীরক মেয়ে, লেখাপড়ায় সোনার মেডেল
এনে দেই, আর দেই ইজ্জতদার চাকরির সুনাম!
ভাই আমার আমাকে বড্ড কেয়ার করে,
কারন তার অসুখ হলে সারাদিন অফিস করে ক্লান্তশ্রান্ত হয়েও
আমি তার জন্যে পথ্য তৈরী করে দিই।
আমায় অনে-ক আদর করেন শিক্ষকগণ
বড় মুখ করে যে তারা বলতে পারবেন তাদের এককালের ছাত্রী...
সে এখন বিরাট অমুক অথবা তমুক।
বন্ধু-বান্ধবরা আমায় দেখলে বড় খুশী হয়,
আমি যে তাদের অনেক যন্ত্রণা হাসিমুখে সহ্য করি তাই
পরীক্ষার আগে আমি ভয়ানক উপকারী বস্তু।
আর অনলাইনের ছোট-বড় ছেলেগুলো
ওরা অনেক ভাল পায় আমায়, কারণ আমি অনেক ইনট্রেস্টিং
চ্যাট করে ভালো টাইম পাস করা যায়।
কিন্তু আমার ভেতরের সেই 'আমি'টাকে
যা আমি এতদিন ধরে লালন করে এসেছি,আমার সত্য অনুভূতিগুলো......
না, আমার এই বস্তু শরীরটাকে বা বস্তু সাফল্যকে নয়
অবস্তু 'আমি'র আমাকে বাঁচানোর জন্যে
আমার একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা চাই..................।
(এটি কোন কবিতা নয়, শুধুই বর্ণনামূলক একটি পোস্ট আর তার কেন্দ্রীয় চরিত্রটি কাল্পনিক।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।