মন্ত্রী বলেন, “বাংলা চলচ্চিত্রের জন্য অনন্ত জলিলের চেষ্টা সফল। অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রে পুরোপুরি আন্তর্জাতিক মানের ছোঁয়া পেয়েছি। বাংলা চলচ্চিত্র সত্যি আজ আন্তর্জাতিক বাজারে প্রবেশের পূর্ণ অধিকার রাখে। ”
অনন্ত জলিল বলেন, “এটা আমার জীবনের অন্যতম বড় পাওয়া যে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় শত ব্যস্ততার মধ্যেও তার পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা হলে এসেছেন এবং তিনি আমার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন। ছবিটি উপভোগের পর তার প্রশংসা আমাকে আরও বেশি উৎসাহিত করেছে আগামীতে বাংলা চলচ্চিত্রের জন্য আরও ভালো কাজ করার।
”
মন্ত্রী ব্লকবাস্টার সিনেপ্লেক্সের সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের শো দেখেন।
অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজীব জানান, ওই সময় মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন তার স্ত্রী, মেয়ে ও ছেলের স্ত্রী। একইসঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম ইসলাম, পরিচালক মনিকা নাজনীন ইসলাম।
তারা সাধারণ দর্শকের সঙ্গে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পূর্ণ দেখেন। শো শেষে সবাই একবাক্যে নিঃস্বার্থ ভালোবাসার প্রশংসা করেন বলেও জানান সজীব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।