আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে হলুদের ছড়া (অনুরোধে ঢেঁকি গেলা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বিয়ে শাদীতে মতি নেই, আর গায়ে হলুদ! কিন্তু উপায় নেই, এক বন্ধু কয়েকবার মোবাইলে কল দিয়েছে রিকয়েস্ট করার জন্য...করেছেও গায়ে হরুদ নিয়ে দুচারটে লাইন ছড়া লিখে দিতে, কি ভয়াবহ সমস্যা....ছড়া তার উপর গায়ে হলুদ নিয়ে. যা মনে এল লিখে দিলাম তারে.... (১) আজকে তাদের গায়ে হলুদ আজ যে খুশির দিন বর বধূটির নতুন জীবন হলুদে হোক রঙিন। (২) সবাই মিলে ফুর্তি সুখে হলুদ রঙা গায় গায় হলুদ যে নতুন করে প্রেম করা শেখায় (৩) গায়েতে মাখোরে হলুদ মাখোরে মুখে হাতে সোনাঝরা হলুদ সন্ধ্যায় বর বধূরই সাথে। (৪) হলুদ সন্ধ্যা মিলন সুখের ডাক শুনিয়ে যায় বর বধূর জন্য জানাও আশীর্বাদ এ সন্ধ্যায় (৫) হলুদ সন্ধ্যা মিলন সুখের ডাক শুনিয়ে যায় বর বধূর জন্য তো এই নাচ গান সন্ধ্যায় (৬) হলুদ মাখা বরণ বেলা অঙ্গ খানি কাঁচা হলুদে সাজাই নাচোরে গাওরে সবে বর বধূর আর বেয়ান বেয়াই (৭) আজ হলুদের সুখ সন্ধ্যায় সেই সে সুখের হলদে রূপ আজ আমাদের বর বধূ দ্বয় কাঁচা হলুদে সাজবে খুব। তাদের সাথে আমরা সবাই হলুদ রঙের উল্লাসে মাতবো যখন সুখ পাখীরা মিষ্টি সুরে খুব হাসে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.