আমাদের কথা খুঁজে নিন

   

আমার গায়ে যত দুঃখ সয়

যুদ্ধাপরাধীদের বিচার চাই

আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়। । নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিলনা সেসময়। সাক্ষী শুধু চন্দ্র-তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয়। ।

নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর একদিনও না লইলে খবর এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে। কি জানি কি আশা দিয়া কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু দূরে থাকা উচিত কি আর হয়। । (আসান বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে। উকিলের হয়েছে জানা কেবলই সুরের কারখানা রে বন্ধু চোরে চোরে দেওয়ায় আলা হয়।

। ———————————– গেয়েছেন: বারী সিদ্দিকী আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়। । নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিলনা সেসময়। সাক্ষী শুধু চন্দ্র-তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয়।

। নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর একদিনও না লইলে খবর এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে। কি জানি কি আশা দিয়া কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু দূরে থাকা উচিত কি আর হয়। । (আসান বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।

উকিলের হয়েছে জানা কেবলই সুরের কারখানা রে বন্ধু চোরে চোরে দেওয়ায় আলা হয়। । ———————————– গেয়েছেন: বারী সিদ্দিকী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.