আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারারাত ফোটাক তারা নব নব/ ইমরোজ আহমদ

ইমরোজ

আমার এই দেহখানি তুলে ধরো তোমার ঐ দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে। যা চলে গ্যাছে তা কোনদিন ফিরে আসে না। এর থেকে সত্য আর কী হতে পারে? বুড়িগঙ্গার সমস্ত জল কেঁদে কেঁদে আজ অস্থির। বিবেকের কোন দ্বারে আমরা দাঁড়িয়ে আছি? কার দোষ দেব? এই নিয়তির নাকি বিধাতাকে? যিনি আমাদেরকে এতটাই কষ্ট দিলেন।

আমাদের করার কী কিছুই ছিলো না? লাশের সংখ্যা ৩৯টি। কয়েকটি লাশ কেউ সনাক্ত করতে আসেনি। তাহলে কী আমরা মানবতা থেকে অনেক দূরে সরে এসেছি? কারও কোন বিষয়ে মাথা ব্যাথাই নেই। এরকম লঞ্চ ডুবি আগেও কতবার হয়েছে। কিন্তু এর কোন সুরাহা হয় নেই।

আর হবে কী করে? আর কতটা লাশের উপর দিয়ে আমরা সভ্যতার দ্বারে ভিক্ষা করে যাব, আমার জানতে ইচ্ছা করে। সমস্ত ভাবনার অন্তরালে এই ছবিটি তাকিয়ে আছে। এরকম ছবি একটা নয়। হাজার হাজার। আর কত?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।