আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করুন



উবুন্টুতে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করুন সুচনা: উবুন্টু একটি বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম যা সম্পূর্ণ ফ্রি। এরই একটি ফিচার নিম্নে আলোচিত হল। উদ্দেশ্য: উবুন্টু যেহেতু ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত তাই এর সব ফিচার আমাদের জানা প্রয়োজন। তারই অগ্রগতির জন্য এই পোস্ট। অধিকাংশ লিনাক্স অপারেটিং সিস্টেমেই এটি কাজ করতে পারে।

এই রচনা দিয়ে ম্যাক(Media Access Controller) অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। বর্ণনা: প্রথমে আপনার কম্পিউটারটি চালু করুন। এবার উবুন্টু অপারেটিং সিস্টেম এ প্রবেশ করুন। এবার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন(যদি দরকার পড়ে)। এরপর Applications -এ ক্লিক করুন(উপরে বাম কোনায় আছে)।

এবার Accessories -> Text Editor সিলেক্ট করুন। এবার একটি উইন্ডো চালু হবে। এখানে লিখুন - #!/bin/sh sudo ifconfig eth0 down; sudo ifconfig eth0 hw ether aa:bb:cc:dd:ee:ff; sudo ifconfig eth0 up; উপরে aa:bb:cc:dd:ee:ff এর জায়গায় নিজের চাহিদা মত ম্যাক অ্যাড্রেসটি দিন। এবার সেইভ করুন । সেইভ করার জন্য বাম কোনার File -> Save সিলেক্ট করুন।

এবার সেইভ ইন ফোল্ডার থেকে Desktop সিলেক্ট করুন এবং নেইম এর জায়গায় configure লিখুন। এবার Save এ ক্লিক করুন। এবার Text Editor বন্ধ করুন। এবার ডেক্সটপে একটি নতুন ফাইল পাবেন configure নামে। এটির উপর ডান ইদুর থুক্কু মাউস বাটন টিপ দিন, এবং Properties সিলেক্ট করুন।

এবার নতুন উইন্ডো থেকে Permission ট্যাবটি সিলেক্ট করুন। Allow Executing File As Program এর বাম পাশের বক্সটিতে ক্লিক করে সিলেক্ট করুন। এরপর ওকে চাপুন। এবার configure এ ডাবল ক্লিক করুন এবং Run এ ক্লিক করুন। এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে।

এখানে আপনার পাসওয়ার্ডটি দিন। এরপর এন্টার বুতাম টি চাপুন। আপনার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে। প্রতিবার কম্পিউটার চালু করার পর এই কাজগুলো আবার করতে হবে না। শুধু configure এ ডাবল ক্লিক করুন এবং Run এ ক্লিক করুন।

এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনার পাসওয়ার্ডটি দিন। এরপর এন্টার বুতাম টি চাপুন। আর কিছু করতে হবে না। শেষ পরিণতি: এই প্রক্রিয়ায় আপনারা জানতে পারলেন কিভাবে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করবেন।

এত বিরক্ত সহকারে পুরো রচনাটি পরার জন্য ধন্যবাদ। বি:দ্রবিদ্রোহ নয়): দয়া করে রচনায় ২০এ কত পেলাম উল্লেখ করবেন। বিশেষ ধন্যবাদ: আপনাকে, এত কষ্ট করে পরার জন্য; আমড়া কাঠের ঢেকি এবং দিপলকে, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার জন্য; এবং সবচেয়ে বেশি খান সাহেবরে, যার কম্পিউটাররে ফ্রিতে ঠিক করার জন্য আমারে আইতে কইছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.