আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ৫ই মার্চ ৭১, কয়েদিরা জেল ভেঙ্গে যান শহীদ মিনারে ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

Click This Link ১ মার্চ ১৯৭১, বাঙ্গালীর স্বাধীনতার মাস শুরু । Click This Link ২ মার্চ ১৯৭১, বাংলাদেশের পতাকা আনুষ্টানিক ভাবে উত্তোলনের দিন । Click This Link ৩ মার্চ ১৯৭১,ঘোষিত হলো স্বাধীনতার ইশতেহার .......। Click This Link ৪ মার্চ,১৯৭১ । বদলে গেল রেডিও পাকিস্হানের নাম ।

৫ই মার্চ ৭১ । সারা দেশ থেকে মুক্তিকামি জনতার উপর পাক হানাদার বাহিনী ও তাদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনির গুলিবর্ষনের খবর আসতে থাকে । কিন্তু সময় যত গড়াচ্ছিল মুক্তিকামি জনতার উত্তাল আন্দোলন তত অপ্রতিরোধ্য হয়ে উঠছিল । ৭১'র এই দিনে চট্রগ্রামে পাকনাদার বাহিনির গুলিতে শহীদ হন ২২২জন মুক্তিকামি জনতা । টঙ্গিতে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ৬ জন ,যশোহরে ১ জন শহীদ হন ।

মুক্তিকামি জনতা এই দিন অপ্রতিরোধ্য আন্দোলনের ঐতিহাসিক দৃষ্টান্ত স্হাপন করেন । ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে ৩২৫ কয়েদি বের হয়ে চলে যান শহীদ মিনারে । তবে কারাগারের ফটক ভাঙ্গার সময় কারারক্ষীদের নির্বিচার গুলিতে ৭ জন শহীদ ও ৩০জন আহত হন । কয়েদিদের এ আন্দোলন সারা দেশের মুক্তিকামি জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাবী অনুযায়ী এই দিনেই পাক সামরিকজান্তা রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যায় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।