আমাদের কথা খুঁজে নিন

   

শিশু শ্রমের বিপক্ষে যারা কথা বলেন তাদের বলছি ।

সমস্যাঃ শিশু শ্রম খারাপ সেই সম্পর্কে আমার কি কারোরি কোন প্রকার দ্বিমত থাকার কথা না । তবে আমার সমস্যা হইলো পদ্ধতি নিয়ে । ' সুশীল ' , ' প্রগতিশীল ' রা সভা , মিটিং সহ বিভিন্ন কিছু করে শিশুশ্রম বন্ধের জন্য । তারা সচেতনতা বাড়াইতে কত কিছু করে । মালিকদের উপর দোষ চাপায় আর জোর প্রয়োগ করে বলতে চায় মালিকরা খাটায় আর নির্যাতন করে ।

আর তাদেরকেই না করে শিশুদের কাজে না লাগাতে । এই জায়গায় আমার বিশাল দ্বিমত আছে । কারণঃ আগে দেখেন তো এই সকল শিশু কেন তাদের শৈশবকে বিসর্জন দিয়ে কষ্টের কাজে নিজেদের নিয়োজিত করে । বেশিরভাগ ক্ষেত্রে যে সকল কারণ দায়ী থাকে - ০১ - বাবা মারা যাওয়া । ০২ - বাবা অন্যত্র চলে যাওয়া মাকে ফেলে ।

০৩ - অভাবের কারণে পরিবারের দুরাবস্থা দেখে । এই সকল কারণ ছাড়াও আরও কারণ আছে বা থাকতে পারে । বন্ধ হওয়ার পড়ে উদ্ভূত সমস্যাঃ তো আপনি যদি এখন মালিক পক্ষকে চাপ দিয়ে তাদের কাজ বন্ধ করে দেন তবে তারা কাজ করে না খেলো কিন্তু তারা কিন্তু তখন চুরি , পকেট মারা সহ আরো খারাপ কাজে লিপ্ত হবে যা পরিস্থিতি আরও খারাপ করবে । তাদের অর্থের প্রয়োজন আছে এই জন্যই তারা কাজ করে । আপনি তাদের অর্থের বেবস্থা করেন তাহলে তারা নিশ্চয়ই কাজ করবে না ।

আপনি মালিকদের উপর দোষ না দিয়ে বা চাপ সৃষ্টি না করে আপনি বা আপনারা শিশুদের জন্য কিছু করেন । সভার স্থল ভাড়া না করে সেই টাকা দিয়ে তাদের জন্য কিছু করেন । আমি মালিক পক্ষকে ভালো বলতে চাচ্ছি না । তারা কেমন করে তা আপনারা যেমন দেখেছেন আমিও দেখেছি । তারা শিশুদের কাজে লাগায় এরফলে তাদেরও লাভ হয় আর শিশুদের অর্থের প্রয়োজনও কিছুটা সংকচিত হয় ।

মালিকরা কম টাকায় তাদের দিয়ে কাজ করাতে পারে , ভুল হইলে মাইরও দিতে পারে মজাই মজা । সমস্যা নিরসনের আমার নিজের একটি চিন্তাঃ আমি একটা চিন্তা করছিলাম যে তাদের টাকা দিয়ে বড় করতে গেলেই হবে দুর্নীতি । হবে চাঁদা তোলা । এইগুলার দরকার নাই । একটা নিয়ম করেন যে শিশুরা কাজ করেই অর্থ উপার্জন করবে ।

তবে তাদের কাজ করার সময় হবে কম সেই সময়ের বেশি তাদের দিয়ে কাজ করালে মালিককে জরিমানা দিতে হবে যেই টাকা সেই শিশু পাবে । আর তাদেরকে কাজ করার অনুমতি একটি সংস্থা দিবে যেখানে শিশুরা কথা দিবে যে তারা দিনে কাজ করবে রাতে সেখানে পড়তে যাবে বা রাতে কাজ করবে আর দিনে সেখানে পড়তে যাবে । তাহলেই একমাত্র তারা কাজ করার অনুমতি পাবে আর কম সময় কাজ করার সুযোগ পাবে । ভালো ছাত্রদের বৃত্তির বেবস্থা থাকবে তাদের জন্য ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ থাকবে তার বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার তার খরচ চালাবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.