সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
একটা কবিতার ডেলিভারী
চলুন তবে এবার করা যাক কিছু খুন
এই প্রাগৈতিহাসিক কসাইখানায়।
ঠিক ঠিক ভুলে আসুন সব কর্ডিয়াল শুভেচ্ছাবানীগুলো।
ওগুলোর মতো নচ্ছার আরেকটা দেখিনি এ তল্লাটে......জানেন?
কিঞ্চিৎ মাতাল হয়েও নিতে পারেন এই খারাপির আগে
দু'য়েক পেগ বের্টোল্ট ব্রেখট
কিংবা বোদলেয়ারে কিছু র্যানডম সুখটান।
এপেটাইজার হিসেবে নেহায়ৎ মন্দ নয় বইকি!
দয়া করে ঐ অভিধানটাকে জড়াবেন না এবেলায়।
বিগত দিনেও বহুত ভুগিয়েছে ও ব্যাটা!
তবে হ্যাঁ,
যদি ঘুম বিলাস থাকে প্রবল
তবে একখানা খাসা বালিশ পাবেন বটে।
আরো একবার ভেবে নিন আপনার মৃতজীবী প্রিয়তমার মুখখানি।
"সে কী গত বসন্তেও আপনার বিছানায় ছিলো এমন জলজ তৎপর?"
তাই বলি মশাই-
মখমলের মুখ মুছে আসুন বেসিন থেকে।
লাস্যময় উগলে দিন যত সংশ্লেষপ্রবণ এবং বমি করুন।
বমি করুন যথেচ্ছা বেডরুম লাগোয়া বাথে,
মেমোরিয়াল ব্যালকনিতে আর ওয়ার্ডড্রবের মিহিন দাম্পত্যে।
এইসব এসিডিটির মতন ফ্লুরোসেন্ট বোধ এসে জমে যাচ্ছে যখন
চলুন তবে এবার ধরা যাক একে একে কিছু শব্দঘন প্রতিবেশ।
সার বেঁধে দাঁড় করাই ওদের সাঁজোয়া শেষকৃত্যে।
অত:পর বাঁপাশে ছুরি বসিয়ে নিংড়ে বের করে আনি
কিছু দশ কিংবা বারো আউন্স মতন।
------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।