i would like to read and write
ফিরে এসো আরেকবার
কালের কণ্ঠ হয়ে কে তুমি বল
ডেকেছ আমারে সাহসী করে
ডাক শুনে বুকে ছলাৎছল
স্তব্ধ নগরী, সবাই গেছে ঘরে
কি এমন প্রত্যয়-আমি ঠায় দাঁড়িয়ে
কাকেরা উড়ছে, লাশের গন্ধ নাকে
জনা দশেক যুবক কি নেই এখানে?
চারদিকে হাহাকার, কেউ তো নেই
কণ্ঠ ছাড় তুমি, হুঙ্কার দাও যদি
কেউ তো শুনতে পাবে, যারা অচেতন
বায়ান্ন, ঊনসত্তর কিংবা একাত্তরের গান,
আজ বড়ই প্রয়োজন তোমার আহ্বান
তুমি নেই, হারিয়ে গেছে সেই সুর
কোকিল শালিকের গান নেই
আছে কাক-শকুনের উড়াউড়ি
তুমি কি আসবে ফিরে? আরেকবার
নির্মমতা ভেদ করে হবে আগুয়ান?
ফিরে এসো যদি, গাইতে পারি
জীবনের জয়গান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।