আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুব তারার প্রশ্ন

আমার স্বপ্ন রা আছে ,তাই আমিও আছি

তপ্ত শরীর এর মাঝে কিছু নিশিদ্ধ বিষ এর আনাগোনা সাথে কিছু মোড়কে পোরা বিশুদ্ধ ধুম্রের সঞ্চালন। হেটে আসি রাস্তা ধরে রিকশার ঘন্টা আর মানুষ এর কোলাহল এ দিকবিদিক জ্ঞ্যান হারানোর ইচ্ছা পোষন করে। মাঝে মাঝে আকাশ এর দিকে তাকাই ভেবে বেড়াই কিছু দুর্ভেদ্য রহস্যের কথা, কোথা হতে এসেছি আর কোথা যাবো। নেই কোন উত্তর..................... শুধু প্রশ্ন টুকু ভেসে বেড়ায় ওই নিলাকাশে। আবার হেটে হেটে ফিরি যেখানে ফেরার কথা ছিল নাকি ছিলনা.................. ভাবি ঐ অদুর ভবিষ্যতের কথা আর কিছু স্বপ্ন পুরণ এর স্বপ্নগুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।