আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হয়ে গেছে রাজনৈতিক ত্যানা প্যাঁচানো ..........।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

বিডিআর সদরের নির্মম হত্যাকান্ডে যখন বাংলাদেশ সহ বিশ্ববাসি শোকাহত তখনও আমাদের রাজনৈতিক ত্যানা প্যাঁচানো স্বভাব থেকে বেরিয়ে আসতে পারলাম না আমরা । পুরা দুইদিন চুপ থাকার পর বিদ্রোহীরা আত্বসমার্পনের পর বিরুধীদলীয় নেত্রী হঠাৎ বলে উঠলেন ,'' সাধারণ ক্ষমা ঘোষনা করা ছিলো সরকারের কৌশলগত বিরাট ভূল''। দুই দিন ধরে তিনি বা তার দলের পক্ষ থেকে একটা বিবৃতিও দেশবাসি পায়নি এই সংকটময় মুহুর্তে ।যা একটা রজনৈতিক দল হিসাবে সবাইকে হতাশ করেছে । যে কোন বিষয়েই সরকারের কড়া সমালোচনা কারি বিএনপির মহাসচিব পবনের বাপ ও পুরা বোবা হয়ে ছিলেন দুই দিন । অথচ এখন সিএমএইচ এ আহতদের দেখার প্রতিযোগিতা, আহত নিহতদের পরিবারজনকে সমবেদনা আর মিডিয়ায় কথার ফুলজুড়ি করে চলছেন তারা । ব্লগেও পিছিয়ে নেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.