একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
কতগুলা তথ্য------------------
১. ২৫ বছর ধরে গৃহযুদ্ধ চলা শ্রীলঙ্কাতেও এতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা মারা যাননি। আর আমাদের একদিনে এতজন!
২. একজন মেজর জেনারেল তৈরিতে আমার দেশের কত টাকা খরচ হয়েছে? কমকরে হলেও কোটি র উপরে।
৩. শুধু অর্থের ব্যাপারেই নয়। একজন মেজর জেনারেল বা একজন লেফটেন্যাট কর্ণেল তৈরিতে কতদিন সময় লাগে। নাকি আমারা চাইলেই তৈরি করতে পারি? কমপক্ষে ১৫ বছর লাগে একজন মেজর জেনারেল পদে যেতে। আমরা কত বছর পিছিয়ে পড়লাম!
৪. যদি সেনাবিহিনী এরপরও তাদের আর্মি পারসনকে বিডিআর এ পাঠাতে রাজি করানো যায়, বাস্তবে কি তা সম্ভব। আতগুলো হাই র্যাঙ্ক অফিসার আপনি পাবেন কোথায়? সেনা বাহিনীতে তো আর হাই র্যাঙ্ক অফিসার পরে থাকেনা তাইনা?
৫. আর যদি সেনাবাহিনী বিডিআর এর দায়িত্ব নিতে রাজী না থাকে, তাহলে আমার দেশের এত লম্বা সীমান্ত পাহারা দেবে কারা? ঐ বিডিআর সদস্যরা যারা লীডিং এর ব্যাপারে কিছুই জানেনা, তাদের আচার আচরণ দেখেয় বোঝা যায়। এখন এই বাহিনীর কি হবে?
অতএব, সবাইকে এই ঘটনার দিকে ফিরে তাকাতে অনুরোধ করছি, মিথ্যা গুজব ছড়িয়ে কি লাভ? আমাদের সেনাবাহিনী যথেষ্ট ধ্যের্যের পরিচয় দিয়েছে। আসুন বিডিআর-সেনাবাহিনী আমার দেশের দুই বাহিনীর এই বিপদে তাদের পাশে দাড়ায়। আর এর পিছনের কারণটাও জানতে হবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।