কাক ১: আইচ্ছা, মানুষ গুলি খায় ক্যা?
কাক ২: ওরা গুলি খাইল কি খাইল না, সেইটা কোন কথা না, কথা হইল, ওরা গুলি খাইলে আমাগো লেইগা কিছু পইড়া থাকে না।
কাক ১: আমি একটা জিনিস দেখছি।
কাক ২: কী?
কাক ১: যে গুলিটা মাইসে খায় তার খোসা পইড়া থাকে গুলিটা যে খাইতে দিল হের কাছে, কিন্তু হেইডা খাওন যায় না। আবার যেই ব্যাডায় গুলি খাইল, হের শইল থিকা যেইডা বাইর অয়, হেইডা খাইতে মজা। তয় কাকেরা হেইডা খায় না।
কাক ২: অত জটিল জটিল কতা কছ ক্যা?
কাক ১: এইডা আর জটিল কী? জটিল তো হুনচই নাই।
কাক ২: আরও জটিল?
কাক ১: গুলি খাইলে মাইনসে মইরা যায়।
কাক ২: আয় যাইগা, এই হান দিয়া কি জানি সাঁই সাঁই কইরা ছুটতাছে।
কাক ১: এইডাই তো গুল্লি!
কাক ২: ডর লাগে। যুদি গায় লাগে?
(চলবে) ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।