আমাদের কথা খুঁজে নিন

   

তারের জঞ্জাল-ডিজিটাল বাংলাদেশের পথে

ami ek jajabor

আজ (১০ মার্চ) বেলা ১১টার দিকে আবার আগুন দেখা গেল ঢাকার কারওয়ান বাজারে। তাও আবার এনটিভি অফিসের (বিএসইসি ভবনের) সামনে। এবার ভবনে নয়। রাস্তার বৈদু্যতিক খুঁটিতে। কিসের আগুন? ঢাকা শহরে যত ইন্টারনেট আর ডিশ সংযোগ আছে সেসবের তার এইসব খুঁটিতে ভর করেই এগিয়ে চলে।

এই তারের পেজগি বোঝা আগুনের পক্ষেও সম্ভব না। তাই একটা কুণ্ডলীতে লেলিহান শিখা জ্বলতেই থাকলো অনেকক্ষণ ধরে। অতঃপর দমকলের আগমন। আগুনের নির্বাপন। পুরো এলাকা দুপুর পর্যন্ত ইন্টারনেট ও বিদু্্যতহীন।

দুপুরের পর থেকে মইয়ের মেলা শুরু হলো অকুস্থলে। অসংখ্য কোম্পানির ইন্টারনেট আর ডিশ লাইন যে বিচ্ছিন্ন! এখনো চলছে তার মেরামত। এই বিষয়টি নতুন নয়। গুলশান, ধানমণ্ডি, কারওয়ান বাজার সহ ঢাকার প্রায় সব এলাকায় বিদু্যৎ বা অন্যকোনো খুঁটিতে তারের এমন পেজগি এমন ওজন যে যেকোনো দিন খুঁটি ভেঙ্গে পড়বে। সঙ্গে ইলেকট্রিসিটি ও ইন্টারনেট ব্যবস্থাও ভেঙ্গে পড়বে।

আজকের আগুন যেন সতর্ক সংকেত। তার টানার কোনো নীতিমালা আছে ? বা ডেসা, ডেসকো, সিটি করপোরেশন-যাদের খুঁটি তাদের নীতিটা কী? আমরা কি তারের জঞ্জালে ভর করে ডিজিটাল বাংলাদেশের পথে যাব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.