আজ ২৫ ফেব্রুয়ারী ২০০৯, সারা দেশজুড়ে একটাই আলোচ্য বিষয় বাংলাদেশ রাইফেলস এর সদস্যেদর সশস্ত্র বিক্ষোভ। সকাল ৭ টার কিছু সময় পর থেকেই বিদ্রোহী সেনারা অবস্থান নেয় বিডিআর এর সদর দপ্তর ও আশপাশের এলাকায়। বিডিআর এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কয়েকজন জিম্মি হয়। অবস্থা নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনী তলব করলে পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে যায়, সাধারন নাগরিকের হতাহতের মতো অনাকাঙ্কিত ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করে। এখন পর্যন্ত ১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক আলোচনার উদযোগ নেয়া হয়েছে, আলোচনার কোনো ইতিবাচক ফলাফল বা সিদ্ধান্ত এখনো আমরা পাইনি। এই বিদ্রোহের পেছনে জওয়ানেরা সুনির্দিষ্ট কারন হিসেবে অনেক বছরের পূণ্জীভূত ক্ষোভ, বৈষম্য আর অপ্রাপ্তির কথা বলেছে। তবুও কিন্তু থেকে যায়, এই দাবী আদায় প্রক্রিয়া শান্তিপূর্ন কাম্য, দেশের সাধারন নাগরিক কেন এই প্রক্রিয়ার শিকার হবে? কেন মারা যাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।