আমাদের কথা খুঁজে নিন

   

একটি দুঃখজনক সংবাদ-

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
পাবনা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপ করার কারণে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এবং সেক্টর কমান্ডারর্স ফোরামের আহবায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রির্টানিং অফিসার এবং পাবনার জেলা প্রশাসক খন্দকার মো. মোখলেছুর রহমান দুপুরে এই আদেশ দেন। তিনি বলেন," একে খন্দাকার এয়ার পারাবাত নামক একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার চেয়ারম্যান হিসেবে আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেন এবং ১৪ কোটি টাকা খেলাপি হন।" এ ব্যাপারে ব্যাংক তার বিরুদ্ধে একটি অর্থ ঋণ মামলা করেন। মামলা নং ১৭৬/২০০৮। খন্দকারের আইনজীবী অ্যাডভোকেট শাজাহান মন্ডল জানান, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। এই আসনে বিএনপির অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এবং এলডিপির যুগ্ম মহাসচিব ইসমেত জেরিন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৪১৯ ঘ.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.