আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টা খুবই দুঃখজনক আর হতাশারও বটে ।



বাংলাদেশ ডিজিটাল হবার পথে কতটুকু অগ্রসর হচ্ছে তা দলের লোক ছাড়া কেউ জানে কি না সন্দেহ । আর , আমি কিছুক্ষনের জন্য নির্দলীয় থেকে এটুকু বলছি যে , ডিজিটাল তো হচ্ছেইনা বরং আরও অধঃপতনে যাচ্ছে । এটা বলার পেছনে একটা কারনই যথেষ্ট তা হলো , থ্রিজি চালু হবার পর থেকে ইন্টারনেট গ্রাহকসংখ্যা যথেষ্ট কমেছে । মান ভাল হলে কমার তো কথা ছিল না ।

এখনও অর্ধবাংলা থ্রিজির আওতাভুক্ত হয়নি ।

থ্রিজির কথা না হয় বাদই দিলাম , ইন্টারনেট ব্যবহার করে যে অনেক কিছু শেখা যায় আর জানা যায় এ ধারনাও মানুষের মধ্যে আসেনি । এখনও অধিকাংশ অঞ্চলে ইন্টারনেটের সুবিধা দেয়া হয়নি । বেশিরভাগ জায়গায় নেটের গতি মন্থর । কচ্ছপের মত গতি দিয়ে হয়তো ছোটবেলার স্কুলজীবনে কিছু শিখতে পেরেছিলাম কিন্তু হাফপ্যান্ট ছেড়ে যখন ফুলপ্যান্ট হই তখন থেকেই বুঝেছি , বাঘের মত একদিন বাঁচাই ভাল , বিড়ালের মত হাজার বছর বাঁচার চেয়ে । ঠিক তারই সুর মিলিয়ে বলতেই পারি , যে অঞ্চলগুলোতে নেটের নামে কচ্ছপ গতির সার্ভিস দেয়া হয়েছে তা যেন পরিবর্তন করা হয় ।

অন্তত যদি ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় এখনও বুকে থাকে । আর এটুকু বলতে দ্বিধা নেই যে , ইন্টারনেট ছাড়া কোন দেশ ডিজিটাল হতে পারেনা ।

আমাদের দেশে আজওবধি প্রায়শই জায়গায়ই গাড়িতে বসে নেট চালানো যায়না । স্পীড স্লো হয়ে একসময় আটকে যায় । এই যদি হয় অবস্থা তবে থ্রিজি দিয়ে আমরা কি করব ?

বিশ্বের উন্নত দেশগুলো এখন ৫জি নিয়ে ব্যস্ত সময় পার করছে আর আমরা অধমেরা স্লো ভার্সনের ২জি ৩জি নিয়েই আনন্দে আটখানা ।



গিয়েছিলাম জামালপুরের দেওয়ানগন্জ থানার আওতাভুক্ত একটা এলাকায় । ওখানে নেটের স্পীডের যে অবস্থা তাতে আমার দম বন্ধ হয়ে এসেছিল । সেটের যদি জীবন থাকতো তবে সে আকুতি করে নেট না চালাবার জন্য পায়ে পড়তো ।

কিছু কিছু লোক আছে যারা ফ্রি নেটের আওতায় আর ১০০% স্পীডের আন্ডারে নেট চালায় তারা এসমস্যা কখনই বুঝবেনা । তাদের বোঝার কথাও নয় ।

আমার মত হতভাগা যাদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তারাই বোঝে ।

ডিজিটাল দেশ করার কথা বলে চুপচাপ কিংবা চোখে পড়ার মত কাজ না করলে তা প্রতারনার শামিল হবে । সবকিছুর জন্য যেমন অপেক্ষা করা যায়না এটা তেমন । তাছাড়া সরকার নিজের স্বার্থের দিকে তাকিযে একাজে জোরালোভাবে হস্তক্ষেপ করতেই পারেন । আমরা চাই সবদিক থেকে স্বাবলম্বী হতে , নিজের দেশকে বিশ্বের বুকে আইডল করতে ।

তাতে যদি আবারও রক্ত ঝড়াবার প্রয়োজন হয় তবে তাই ঝড়াব আরেকবার । ।

ভাল থাকবেন । সুন্দর একটি দেশের প্রত্যাশায় অপেক্ষারত একটি মানুষ #সবুজ_কষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.