আমাদের কথা খুঁজে নিন

   

মেলায় কেনা তৃতীয় বইটির কথা...

আই লাভ মাইসেল্ফ
কিছু মিছু তো বলবো অবশ্যই। তবে তার আগে বইটি থেকে আমার ভালোলাগা কিছু লাইন তুলে দিচ্ছি- ১. জিয়ল মাছের মতো লাফাতে লাফাতে সূর্য উঠছে পৃথিবী প্রদক্ষিণ করছে সূর্যকে হাঁপানি রোগীর মতো বিরল স্তনের অধিকারিনী নারীরা সীমাবদ্ধ স্বামীদের দৃঢ় আলিঙ্গনে স্নান সারছে নগ্ন নদীতে ২. ঘুম আমাকে অনুরোধ করে জেগে উঠতে আমি জেগে থেকে ঘুমাই। ৩. রোগীর মতো শুয়ে আছি বিছানায় আমার মহিলা ডাক্তার বনে গেছে কাঠের সন্ধানে ৪. পায়ের সাথে জুতার কোনো আধ্যাত্মিক সম্পর্ক নেই অথচ তারা জড়াজড়ি করে বাস করে ৫. তোমাদের হৃদয় থেকে হাত এবং জিহ্বা বড় হয়ে গিয়েছিল ধন্যবাদ দয়ালু সার্জন, একটু সাবধানে কাটুন অপারেশনের পর হাত ধুয়ে নেওয়া ভালো। প্রিয় ব্লগার বন্ধুগণ, আপনারা জানেন, মেলায় কেনা বইগুলো নিয়ে আমি নিয়মিত পরিচিতিমূলক লেখা দিচ্ছি। সাড়াও পাচ্ছি।

আজ আশ্চর্য এক বইয়ের কথা জানাচ্ছি আপনাদের। তার আগে পূর্বথেকে হালকা বয়ান করছি নতুন করে। ইচ্ছে ছিলো প্রতিদিন মেলায় যাবো। বই কিনবো প্রতিদিন। এক সাথে না কিনে প্রতিদিনই ১/২ টা করে কিনবো।

ব্লগে লিখবো বইটা নিয়ে। কিন্তু হয়ে উঠলো না তার কিছুই। প্রথম মেলায় গেলাম ১২ তারিখ। বই কিনতে গিয়ে আশ্চর্য হলাম। ১/২ টা কিনে ভালো লাগছে না।

তাই কিনলাম আরও কয়েকটা। ১৩ তারিখ মেলায় গিয়েও কিনলাম। ১৪ তারিখ কিনতে পারলাম না বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে ঝামেলায় পড়ে। তারপর ১৯ তারিখ থেকে প্রতিদিন-ই যাচ্ছি মেলায়। বইও কিনছি প্রতিদিন।

২৩ তারিখ থেকে ব্লগে এই ধারাবাহিক শুরু করেছি। এবং ঠিক করেছি, যে বইটার পর যে বইটা কিনেছি সেভাবেই লিখবো ব্লগে। মেলায় কেনা প্রথম ও দ্বিতীয় বইটির আলোচনা শেষ করে আজ লিখছি তৃতীয় বইটির কথা। বলে নেয়া ভালো- এটি একটি কবিতার বই। বইয়ের সংক্ষিপ্ত তথ্য : ১. বইয়ের নাম : আগুনের প্রতি অনুরোধ ২. লেখক : সরকার আমিন ৩. প্রকাশনার নাম : শুদ্ধস্বর ৪. প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৯ ৫. প্রচ্ছদক : রাজিব রায় ৬. মূল্য : ৪০ টাকা ৭. পৃষ্ঠা সংখ্যা : ৩২ ৮. কবিতার সংখ্যা : ২৮ ৯. আইএসবিএন : ৯৮৪-৭০৩৫২-০০০১-৯ মেলায় কেনা প্রথম বই- Click This Link মেলায় কেনা দ্বিতীয় বই- Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।