আই লাভ মাইসেল্ফ
এবারের বইমেলায় গিয়েছি ১২ তারিখ। প্রথমদিন বই কিনেছি বেশ কয়েকটি। প্রথম দিন কেনা দ্বিতীয় বইটি গল্পের।
বইয়ের সংক্ষিপ্ত তথ্য :
১. বইয়ের নাম : হোটেল বনলতা (আবাসিক)
২. লেখক : ইশতিয়াক আহমেদ
৩. প্রকাশনার নাম : বাংলা প্রকাশ
৪. প্রকাশকাল : একুশে বইমেলা ২০০৯
৫. প্রচ্ছদক : ধ্রুব এষ
৬. মূল্য : ৮০ টাকা
৭. পৃষ্ঠা সংখ্যা : ৬৪
৮. গল্প সংখ্যা : ১৫
৯. আইএসবিএন : ৯৮৪-৩০০০০০-৫৬৭২
ব্লগার বন্ধুগণ, আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারি এই বলে- বইটি কেনার পর প্রথমেই যদি আপনি ‘হোটেল বনলতা (আবাসিক)’ অথবা ‘বোরহান সাহেব বেঁচে থাকলে হয়তো গল্পটা আরো দীর্ঘ হতো’ গল্পটা পড়েন তাহলে আপনার মনে এই ধারণাটা জন্মাবে- বইটি আরও আগেই কেনা উচিত ছিলো।
এছাড়াও আরও কয়েকটি গল্প আপনার ভালো লাগবে। ভালো লাগবে না এমন গল্প নেই সে কথা না বলে এটা বলতে পারি- ‘হয়তো কোথাও’ কিংবা ‘আয়না’ গল্প দুটি পড়লে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে লেখকের উপর। অতএব আগে লেখকের মোবাইল নাম্বারটা জোগাড় করে পরে পড়বেন ওই গল্পদুটো... হাহ্ হাহ্ হা:.. !
মেলায় কেনা প্রথম বইটির কথা-
Click This Link
মেলায় কেনা তৃতীয় বইটির কথা-
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।