আমাদের কথা খুঁজে নিন

   

মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা...

আই লাভ মাইসেল্ফ
এবারের বইমেলায় গিয়েছি ১২ তারিখ। প্রথমদিন বই কিনেছি বেশ কয়েকটি। প্রথম দিন কেনা দ্বিতীয় বইটি গল্পের। বইয়ের সংক্ষিপ্ত তথ্য : ১. বইয়ের নাম : হোটেল বনলতা (আবাসিক) ২. লেখক : ইশতিয়াক আহমেদ ৩. প্রকাশনার নাম : বাংলা প্রকাশ ৪. প্রকাশকাল : একুশে বইমেলা ২০০৯ ৫. প্রচ্ছদক : ধ্রুব এষ ৬. মূল্য : ৮০ টাকা ৭. পৃষ্ঠা সংখ্যা : ৬৪ ৮. গল্প সংখ্যা : ১৫ ৯. আইএসবিএন : ৯৮৪-৩০০০০০-৫৬৭২ ব্লগার বন্ধুগণ, আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারি এই বলে- বইটি কেনার পর প্রথমেই যদি আপনি ‘হোটেল বনলতা (আবাসিক)’ অথবা ‘বোরহান সাহেব বেঁচে থাকলে হয়তো গল্পটা আরো দীর্ঘ হতো’ গল্পটা পড়েন তাহলে আপনার মনে এই ধারণাটা জন্মাবে- বইটি আরও আগেই কেনা উচিত ছিলো। এছাড়াও আরও কয়েকটি গল্প আপনার ভালো লাগবে। ভালো লাগবে না এমন গল্প নেই সে কথা না বলে এটা বলতে পারি- ‘হয়তো কোথাও’ কিংবা ‘আয়না’ গল্প দুটি পড়লে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে লেখকের উপর। অতএব আগে লেখকের মোবাইল নাম্বারটা জোগাড় করে পরে পড়বেন ওই গল্পদুটো... হাহ্ হাহ্ হা:.. ! মেলায় কেনা প্রথম বইটির কথা- Click This Link মেলায় কেনা তৃতীয় বইটির কথা- Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।