আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন করার আগ্রহ সুজনের

এখনও নির্বাচনের তারিখ ঘোষিত হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের। নির্বাচনের তারিখের ইঙ্গিত মিললেও কাউন্সিলরদের নাম চেয়ে কোনো চিঠি পাঠানো হয়নি জেলা, বিভাগ, ক্লাব ও সংস্থাগুলোকে। আরো এক সপ্তাহ পর পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। কেন সময় লাগছে অবশ্য এর কোনো ব্যাখ্যা দেননি তিনি।

তবে নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম ত্বরান্বিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে বিসিবি। এরমধ্যেই অনেক সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। পাপন এবং সাবের হোসেন চৌধুরীর প্যানেলে অন্তর্ভুক্ত হতে যোগাযোগ করছেন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সাবেক অধিনায়ক, জাতীয় দলের সাবেক সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

খালেদ মাহমুদ বর্তমান অ্যাডহক কমিটির পরিচালক ছিলেন।

কিন্তু বিপিএলে চিটাগাং কিংসের কোচিং করাবেন বলে পদত্যাগ করেছিলেন। গতকাল নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, 'আমি ক্রিকেটের উন্নয়নের স্বার্থে নির্বাচন করতে চাই। ' সাবেক অধিনায়ক নির্বাচন করবেন ক্যাটাগরী ৩ থেকে। তাকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন 'ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবির গত নির্বাচনে ক্যাটাগরী ৩ থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।

ক্যাটাগরী ১ থেকে নির্বাচন করবেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক আকরাম খানও ক্যাটাগরী ১ থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.