আমাদের কথা খুঁজে নিন

   

মেলায় কেনা প্রথম বইটির কথা...

আই লাভ মাইসেল্ফ
ইচ্ছে ছিলো প্রতিদিন মেলায় যাবো। বই কিনবো প্রতিদিন। এক সাথে না কিনে প্রতিদিনই ১/২ টা করে কিনবো। ব্লগে লিখবো বইটা নিয়ে। কিন্তু হয়ে উঠলো না তার কিছুই।

প্রথম মেলায় গেলাম ১২ তারিখ। বই কিনতে গিয়ে আশ্চর্য হলাম। ১/২ টা কিনে ভালো লাগছে না। তাই কিনলাম আরও কয়েকটা। ১৩ তারিখ মেলায় গিয়েও কিনলাম।

১৪ তারিখ কিনতে পারলাম না বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে ঝামেলায় পড়ে। তারপর মেলায় গেছি ১৯ তারিখ। তারপর প্রতিদিন-ই যাচ্ছি। বই কিনছি প্রতিদিন-ই। কিন্তু ব্লগে লেখা হয় না।

তবে আজ লিখছি। লিখতে গিয়ে ঠিক করলাম, যে বইটার পর যে বইটা কিনেছি সেভাবেই লিখবো ব্লগে। মেলায় কেনা প্রথম বইটি সম্পর্কে লেখার আগে বইটির কিছু বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। বলে নেয়া ভালো_ এটি একটি কবিতার বই। ১. ছোটখাটো ‘আত্মহত্যা’ ভালোলাগে না।

বরং বৃহৎ আত্মহত্যায় ডুবে যেতে পারলে বেশ হতো। ২. আমি জানি, পৃথিবীতে আমাদের সাধারণ আয়ু অনির্দিষ্ট হলেও তা খুব কম। মাত্র কয়েকটা বছর। আমি, ২২ ছেড়ে ২৩-এর দিকে হাঁটছি। যদি, আরো ২৩ বা ৪৬ বছর আয়ু পেয়ে যাই, তবু, তা দেখতে দেখতে ফুরিয়ে যাবে।

ফলে, আমার লেখালেখি বা ক্যারিয়ার গড়ার চিন্তায়, ছোটবেলার কল্পিত ‘এ গ্রেট পারসন ফর অল টাইম’ হওয়ার জন্য ব্যাপক তাড়া বোধ করা দরকার। কিন্তু, কেন যেন তা বোধ করছি না। এতে খারাপ কী ! ইচ্ছেমতো ঘুমুতে পারছি, আলসেমি করতে পারছি। ৩. টিক্ টিক্ টিক্... করে সত্যের ঘণ্টা বাজাবে ৩টা টিকটিক : ১টার শরীর থেকে খসে পড়বে লেজ। আমি গর্দভ ডাক্তারের মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘোষণা করবো- দুঃখিত, এই লেজে প্রাণ নেই; একে জোড়া দেয়া যাবে না কোনো জীবনে।

৪. আগুন পোহানোর জন্য অনেক গাছ খুন করলাম। ৫. রাত নামলে ফুঁ দিই আমরা : ১ ফুঁয়ে উড়ে যায় শহরের রং-মাতাল ধূলি-ঢেউ ও প্রাচীন দীর্ঘশ্বাস ৬. আমি ইশারা দেই ঝড়েরর- আমাকে চুমু খায় অন্ধবিড়াল ব্লগার বন্ধগণ, কোনো আলোচনা সমালোচনা নয়, বইয়ের আলোচনা সমালোচনায় আমি যাচ্ছি না। যাওয়ার ইচ্ছেও নেই। বইটি আমি কিনেছি উপরের লাইন ক’টির জন্যই। আমি বইয়ের লেখকের গল্প পছন্দ করি মূলত।

আমার বিশ্বাস ছিলো তাঁর প্রথম বইটি হবে গল্পের। কেন হয়নি, আমি জানি না। বইটির তথ্য : ১. বইয়ের নাম : ওপেন এয়ার কনসার্টের কবিতা ২. লেখক : রুদ্র আরিফ ৩. প্রকাশনার নাম : ঐতিহ্য ৪. প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৯ ৫. প্রচ্ছদক : মাহবুবুল হক ৬. মূল্য : ষাট টাকা ৭. পৃষ্ঠা সংখ্যা : ৪৮ ৮. কবিতা সংখ্যা : ৩৫ ৯. আইএসবিএন : ৯৮৪-৭০১৯৩-০০৬২-৯ মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা- Click This Link মেলায় কেনা তৃতীয় বইটির কথা- Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।