আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ব্লগে আর আগে মত লিখি না। আগে নিজের কথাই লিখতাম, সেই মানসিকতা আর এখন নাই। তবে ব্লগ ছাড়া সম্ভব হবে না বলেই হয়। শত অচেনা, কিছু চেনা মানুষের মনের না বলা কথা জানবার পুরোনো আগ্রহ ছাড়া সম্ভব না। তাই প্রিয় পিসি ছাড়লেই ঢুকে পড়ি সামহোয়ারইনে।
মাঝে মাঝে হঠাৎ কিছু ব্লগারের কথা মনে উদয় হয়। কি হল তার? খবর কি? অনেকদিন খবর নিচ্ছি না। তখন তার ব্লগে ঢু মারি, খবর নেই।
এই ব্লগে আমরা মহাপুরুষেরা ব্লগিং করি না। দৈনন্দিন জীবনে দেখা হওয়া আর দশটা সাধারণ মানুষের চাইতে কোন অংশে আলাদা আমরা নই।
মানব সমাজের একটা অনলাইন সংস্করণ আমাদের ব্লগ। নানা প্রীতিকর ঘটনার মাঝে কিছু অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়ে যাই আমরা ব্লগাররাই। তার ফলশ্রুতি বিশেষভাবে অজ্ঞ মডারেটদের কর্তৃক অর্পিত ব্যান, আনব্যান এবং সর্বোচ্চ ব্লগ বাতিল।
কোন ব্লগার যখন ব্যান হন তখন আমার জানা মতে নিজের ব্লগে পোস্ট করতে ও মন্তব্য করতে পারেন। কিন্তু তার ব্লগ বাতিল হয়েগেলে সেটা আর সম্ভব হয় না।
শুধু তাই নয়, তার লেখা গুলোও আর থাকেনা কারো পড়বার জন্য। আমরা ব্লগে কে লিখছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভেতর থেকে কি লেখা বের হয়ে আসছে। লেখা আপত্তিকর হলে সেটা মুছে ফেলা যুক্তি সংগত, বার বার আপত্তিকর লেখা এলে লেখককে বাতিল করাও যুক্তি সংগত (যেমন মুক্তমনা)। কিন্তু দুই তিনটি আপত্তিকর কাজের কারনে কারো ব্লগ মুছে ফেলার কোন যুক্তি নেই।
আগে ব্লগে ব্যান আনব্যানের নাটক চলত।
এখন শুরু হয়েছে ব্লগ বাতিলের। বাবুয়া, প্রলয়, এককালে মৈথুনান্দ, সা. চৌ এবং সর্বশেষ সংজোযন হাসিব। ব্লগের বাইরে কে কার সাথে কি করল তার জন্য ব্লগ বাতিল একেবারে হাস্য কর। আমরা কেউই দুধে ধোয়া নই, ব্লগের বাইরের কর্মকান্ডের জন্য আমাদের ব্লগ কর্তৃপক্ষ শাস্তি দিতে পারে না। অন্যদিকে বাবুয়া একজন নারী ব্লগারকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন।
তিনি দ্রুত ক্ষমাও প্রার্থনা করেন নাই, যার জন্য তিনি শাস্তির দাবিদার। কিন্তু তাই বলে ব্লগ বাতিল শাস্তি হতে পারে না। তাকে নিজ ব্লগে বন্দি করে রাখা যেতে পারত।
আরো হাস্যকর হাসিব ভাইয়ের ব্লগ বাতিল হওয়া। আমার জানা মতে তার দোষ তিনি বাবুয়াকে ব্লগ থেকে বের করে দেবার দাবি তুলেছিলেন।
এটা কি ব্লগ বাতিলের কোন কারন হতে পারে?? সবচাইতে বড় বাংলা ব্লগ কমিউনিটি হবার দাবিদার সামহোয়্যারইন কি এতটা কম বুদ্ধি, প্রজ্ঞা সম্পন্ন মডারেটর দ্বারা পরিচালিত??
এদের হাতে আমাদের কারো লেখাই নিরাপদ নয়। না জানি কখন কি দেখে লেখা সরিয়ে ফেলবে, ব্যান করবে বা ব্লগই বাতিল করে বসবে। যাদের কথা বললাম তাদের কারো সাথেই আমার কোন দহরম মহরম নাই। প্রলয়ের সাথে সাধারণ ব্লগিয় পরিচয়। আর বাবুয়ার খুব অল্প লেখাই আমি পড়েছি।
সাজি আপুর বইয়ের মোড়ক উম্মোচনে গিয়ে সাজি আপুর মাধ্যমে সাধারণ hi, hallow হয়েছিল। হাসিব ভাই অনেক আগে থেকেই ব্লগের আনাচে কানাচে আমার নিক বিকৃত করে মন্তব্য করে থাকেন। কিন্তু তাই বলে হাস্যকর ব্লগিয় মডারেশন মানতে পারব না। এদের বাতিল ব্লগ ফিরিয়ে আনবার দাবী জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।