'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
দৃশ্য-- ১
মঞ্চে আলখেল্লা পরিহিত এক মাওলানাবেশধারী প্রবেশ করবেন। ইনি হলেন গু আযম। অস্থির ভঙ্গিতে পায়চারী করবেন মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মঞ্চের পাশে টাঙ্গানো থাকবে ১৯৭১ সালের ক্যালেন্ডার।
হঠাৎ মঞ্চে প্রবেশ করবে মিলিটারির পোশাক পরিহিত এক খানসেনা।
তার মুখে ক্রোদের ছাপ।
খান সেনাঃ গু আজম! এ কি শুনছি হে! মুক্তি নাকি আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে! তোমরা তাহলে আছো কি জন্য!
গু আজমঃ হুজুর! আমাদের কি দোষ! সব তো আপনার সেনাদের দোষ। এক মুক্তি দেখলে একশ পাকি দৌড়ে পালায়।
খান সেনাঃ খামোশ। *গীর পোলা গু আযম।
এতো বড় সাহস তোর! আমার সেনাদের উপর দোষ দিস। শালা খা পো।
গু আযমঃ হুজুর। আমি খাটি পাকি বান্দা। আমাকে এভাবে গালি দিচ্ছেন! আমি অবশ্য আপনার গালি খেতেও রাজি।
খান সেনাঃ এই তো সাচ্চা পাকিস্তানির মতো কথা। তা গু আযম মিয়া, তোমার বিবির কি অবস্থা!
গু আযমঃ তা আপনি যেমন রেখেছেন!
খান সেনাঃ তাও তো ঠিক। তা আমার তো শুধু বিবি তে হচ্ছে না গু আযম। আমার তো তোমারও প্রয়োজন।
গু আযমঃ তা তো বটেই।
আমি সবসময় প্রস্তুত। (প্যান্ট খোলার ভঙ্গি করবেন)
মঞ্চের সব আলো নিভে যাবে। শোনা যাবে গু আযমের "আউক" ধ্বনী।
দৃশ্য-- ২
মঞ্চে দেখা যাবে এক যুবককে। তার হাতে ল্যাপটপ।
ল্যাপটপে সামু ব্লগ খোলা। তার মাথায় একটি পাগড়ি। পাগড়িতে লেখা ছাগু ব্লগার। দেয়ালে ২০১০ এর ক্যালেন্ডার টাঙ্গানো।
মঞ্চে হঠাৎ প্রবেশ করবে গু আযম।
গু আযমঃ খামোশ।
ছাগু ব্লগারঃ কি হয়েছে হুজুর!
গু আযমঃ তোরা নাকি মাইনাস দিতে পারতেছস না আজকাল! পোস্টও হচ্ছে না তোদের ধারা।
ছাগু ব্লগারঃ কি করবো হুজুর! চারিদিকে এতো গদাম! এতো কোপাকোপি! আর পারি না। তারউপর চলছে ডিসেম্বর মাস।
গু আযমঃ ডিসেম্বর হইছে তো কি হইছে! এই ডিসেম্বরেই তো আমরা বুদ্ধুজীবিদের মেরেছিলাম।
আর তুই গদাম খেয়েই কাহিল! শালা খা পো।
ছাগু ব্লগারঃ চেষ্টা তো করছি হুজুর। প্যামেন্টের দিকে যদি একটু খেয়াল করতেন। (মাথা চুলকিয়ে)।
গু আযমঃ হ্যা! তোদের প্যামেন্ট বাড়ানোর প্ল্যান অবশ্য আমারো আছে।
তবে এজন্য তোদের পরিশ্রম বেড়ে যাবে একটু।
ছাগু ব্লগারঃ সেটা কি রকম?
গু আযমঃ প্যান্ট খোল দেখি!
মঞ্চের আলো নিভে যাবে। ছাগু ব্লগার-এর মুখ থেকে শোনা যাবে "আউক" ধ্বনী।
১৯৭১ এর "আউক" আর ২০১০ এর "আউক" এর মধ্যে অদ্ভুত মিল থাকবে।
চরিত্রঃ যারা মাইনাস দিবে তারা এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।