আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান টিভি নাটকঃ হতাশ আমি আনন্দিত আমি

বলা না বলা কথামালা

হূমায়ুন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক ও নির্মাতা। আমি তার অন্ধ, কানা, লেংড়া, বোবা ইত্যাটি ভক্ত। সম্প্রতি তার দুটো নাটক আমাকে হতাশ করেছে। এগুলো হল পদ্ম (মুক্তিযুদ্ধ বিষয়ক) আর সর্বশেষ দেখা আজিজ সাহেবের পাপ ( কি বিষয়ক বুঝি নাই)। নাটক নির্মান ও কাহিনী দুটোই খুব গরীব গরীব মনে হল।

আমার সাথে নাটক দেখার বান্ধবীরা এখন আমাকে পদ্ম বলে ক্ষেপায়। কারন নাটক দেখার আগে তাদের আমি হূমায়ুন স্যার ও তার পরিচালনার নাটক সম্পর্কেনিত্য স্বভাবসূলভ ভঙ্গিতে বড় বড় ডায়ালগ আওড়িয়েছিলাম। নাটক দেখার পর সব সময় আমার পেছনে লেগে থাকা বান্ধবী শত্রুরা আমাকে হূমায়ুন স্যারকে নিয়ে আমার অহংকারের প্রতিশোধ স্বরূপ আমায় নিক উপহার দিয়ে দিল পদ্ম। এখন ওরা আমায় পদ্ম বলে ক্ষেপায়। আমার ফাইভ পড়ুয়া ছোট ভাই হিমুও ও বান্ধবীদের দলে যোগ দিয়ে যখন তখন আমাকে ক্ষেপায়।

এখন আশায় আছি কবে শাওন ভাবীর মায়া ছেড়ে হূমায়ুন আহমেদ একটা ভালো নাটক উপহার দেয়। ভাবীর সাথে ফোনে মাঝে মধ্যেই কথা হয়। আমি আমার অভিযোগ ভাবীকে বলে দিয়েছি। আমাকে ভাবী আশ্বাস দিয়েছে অপেক্ষা করতে। সাথে মিষ্টি মুখেরও দাওয়াত দিয়েছে- ভাবী নিজেই।

কারন ইদানিং তার ওজন বেড়ে যাচেছ। এখন শুধু ফাইনাল শুভ সংবাদের অপেক্ষা। ইদানিং ফারূকী পাগলা ভাই ও তার ভাই বেরাদারদের নিয়ে আমাদের বারিধারায় বেশ দাপিয়ে বেড়াচ্ছে। শুধু বারিধারায়ই না, বাংলা টিভি নাট্য জগতে তিনি বিপ্লব ঘটিয়েছেন বললে মোটেই বাড়িয়ে বলা হবে না। জনপ্রিয়তায় হূমায়ুন স্যারের স্থান আমার কাছ থেকে ক্রমেই নিম্নের দিকে ধাবিত হচ্ছে মোস্তফা ফারূকী পাগলা ভাই ও তার ভাই বেরাদারদের দাপটে।

বর্তমানে চলতি ধারাবাহিক চ্যানেল ওয়ানে "ট্যাক্সি ড্রাইভার" দেখা মিস করি না। গতকাল দেখলাম মুড়ির টিন। একে বারে ভিন্ন ধারার শিল্পী ও অভিনয় কৌশল দেখিয়ে তারা আমার পছন্দের এক নম্বরে চলে এসেছে। যদিও নাটকে ভাষার ব্যবহারে ফারূকীর দল বেশ সমালোচিত। হূমায়ুন আহমেদ+শাওন ভাবীর জন্য দোয়া চাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.