আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাম্প্রতিক পঠিত ভাষা জ্ঞান

মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না

আসুন আমরা বাংলাতেই কথা বলি। বাংলার ফাঁকে ফাঁকে বড়াই মারা ইংরাজি পরিত্যাগ করি আর মনোযোগ দিয়ে শুনি রেড়িও টুডে। প্রথম মান্দারিন চীন ও সিঙ্গাপুরের সরকারি ভাষা। মাতৃভাষা হিসেবে ব্যবহার করে প্রায় ১০০ কোটি মানুষ। উৎপত্তির ক্রমধারা : সিনো-তিব্বতিয়ান-চীনা-মান্দারিন।

দ্বিতীয় হিন্দি ভারতের প্রধান সরকারি ভাষা। মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬ কোটি। উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-ইন্দো-ইরানিয়ান-ইন্দো-আরিয়ান-হিন্দি। তৃতীয় স্প্যানিশ উত্তর-দক্ষিণ-মধ্য আমেরিকার অধিকাংশ এবং ক্যারিবীয় ও ইউরোপের অল্প কিছু মানুষ এ ভাষায় কথা বলে। প্যারাগুয়ে, স্পেন, উরুগুয়ে ও ভেনিজুয়েলার সরকারি ভাষা।

মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২ কোটি। উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়-ইতালিক-রোমানস-ইতালো-ওয়েস্টার্ন-গ্যালো-আইবেরিয়ান-আইবেরো- রোমানস-ওয়েস্ট আইবেরিয়ান- স্প্যানিস। চতুর্থ ইংরেজি বিশ্বের ৫৩টি দেশ ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের আনুষ্ঠানিক ভাষা। মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩১ কোটি। উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-জার্মানিক-ওয়েস্ট-জার্মানিক-অ্যাংলো-ফ্যিশিয়ান-ইংরেজী।

পঞ্চম আরবি মধ্যপ্রাচ্য, আরব ও উত্তর আফ্যিকার ৩৫ টি দেশের সরকারি ভাষা। মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২১ কোটি। উৎপত্তির ক্রমধারা : আফ্রো-এশিয়াটিক- সেমেটিক-ওয়েস্ট সেমেটিক-সেন্ট্রাল সেমেটিক-আরবি। ষষ্ঠ বাংলা বাংলাদেশ ও ভারতের কয়েকটি জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। দু দেশেরই সরকারি ভাষা।

মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৯ কোটি। উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-ইন্দো-ইরানিয়ান-ইন্দো-আরিয়ান-মাগধি প্রাকৃত-অপভ্রংশ-বাঙ্গালি-অহমিয়া-বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.