মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না
আসুন আমরা বাংলাতেই কথা বলি। বাংলার ফাঁকে ফাঁকে বড়াই মারা ইংরাজি পরিত্যাগ করি আর মনোযোগ দিয়ে শুনি রেড়িও টুডে।
প্রথম
মান্দারিন
চীন ও সিঙ্গাপুরের সরকারি ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহার করে প্রায় ১০০ কোটি মানুষ।
উৎপত্তির ক্রমধারা : সিনো-তিব্বতিয়ান-চীনা-মান্দারিন।
দ্বিতীয়
হিন্দি
ভারতের প্রধান সরকারি ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৬ কোটি।
উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-ইন্দো-ইরানিয়ান-ইন্দো-আরিয়ান-হিন্দি।
তৃতীয়
স্প্যানিশ
উত্তর-দক্ষিণ-মধ্য আমেরিকার অধিকাংশ এবং ক্যারিবীয় ও ইউরোপের অল্প কিছু মানুষ এ ভাষায় কথা বলে। প্যারাগুয়ে, স্পেন, উরুগুয়ে ও ভেনিজুয়েলার সরকারি ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩২ কোটি।
উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়-ইতালিক-রোমানস-ইতালো-ওয়েস্টার্ন-গ্যালো-আইবেরিয়ান-আইবেরো- রোমানস-ওয়েস্ট আইবেরিয়ান- স্প্যানিস।
চতুর্থ
ইংরেজি
বিশ্বের ৫৩টি দেশ ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের আনুষ্ঠানিক ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩১ কোটি।
উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-জার্মানিক-ওয়েস্ট-জার্মানিক-অ্যাংলো-ফ্যিশিয়ান-ইংরেজী।
পঞ্চম
আরবি
মধ্যপ্রাচ্য, আরব ও উত্তর আফ্যিকার ৩৫ টি দেশের সরকারি ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২১ কোটি।
উৎপত্তির ক্রমধারা : আফ্রো-এশিয়াটিক- সেমেটিক-ওয়েস্ট সেমেটিক-সেন্ট্রাল সেমেটিক-আরবি।
ষষ্ঠ
বাংলা
বাংলাদেশ ও ভারতের কয়েকটি জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। দু দেশেরই সরকারি ভাষা।
মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৯ কোটি।
উৎপত্তির ক্রমধারা : ইন্দো-ইউরোপীয়ান-ইন্দো-ইরানিয়ান-ইন্দো-আরিয়ান-মাগধি প্রাকৃত-অপভ্রংশ-বাঙ্গালি-অহমিয়া-বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।