হত্যা করেছি নিজেকে...এখন শুধু পাপ বয়ে বেড়াচ্ছি
(স্বপ্ন দেখাটা একান্তভাবেই অসম্পূর্ণ রেখেছিলাম, ভেবেছিলাম ভালো থাকবো। ইদানীং কবিতা লেখাটাও বিরক্ত মনে হয়। জানি স্বপ্নটা পূরণ হবার নয়, তাই কবিতাটুকুর বেদনা লুকিয়ে গেলাম।)
২.
যদি জানতো কেউ হওয়া যায় কি সুখী,
তবে জানতে মৃত মানুষ হয় সুখী
জানতে,,,,
১.
অজানা ভয় ঘিরে রেখেছে আমায়
বদ্ধ ঘরের নাক সমান অস্থিরতা
আমার অন্ধ অনুভূতি আমাকেও অন্ধ করেছে
শুধুই আমাকে চিনি, কুকুরের মত বাচি
আমার চেনা সকল কান্না, ঘেন্না হয়
ভাবি,
কোনো আড়ালে বসে যদি হতে পারতাম সুখী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।