ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
বিষবৃক্ষের ফল/ শেখ জলিল
উপড়ে ফেললে বিষবৃক্ষ বিষ কি হবেই ক্ষয়?
মাটির গভীরে যদি মহীরূহ বীজ বোনা রয়!
দেখেছো ধরণীটাকে ভরা মৌসুমের বেলা?
ঝড়-বৃষ্টিতেও চলে অঙ্কুরোদগমের খেলা!
ঘোর তমসায় আছি ডুবে আমরা সে জাতি
কে কার নামায় বিষ, যদি মননে দুর্নীতি!?
০৭.০৩.২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।