আমাদের কথা খুঁজে নিন

   

আবোলতাবোল কথা

আমি পত্রলেখা। এর বেশী কিছুই বলার নেই এখনই।

তোমায় যদি বলি কিছু আবোলতাবোল কথা তুমি রেগে যাবে? আমার যা কিছু অমূল্য ধন, তোমার কাছে 'আজেবাজে জঞাল এসব' মনে হতেই পারে। তবু ছুঁড়ে ফেলে দিয়ো না ... নয় আর নাই এলে এখানে...... আমি নয় কথা সাজাই- এলোমেলো....ছেড়াঁখোড়া কিছু কথা নাই বা থাক কোনো মানে... কোনো নীতির তোয়াক্কা নাই বা রাখলাম ক্ষতি কি? আমার বাগানে নাই বা ফুটল গোলাপ কি গন্ধরাজ নিতান্ত ঘেঁটুও যদি নাই পাও দু একটা ঘাসফুল....আচ্ছা বাঙের ছাতা যদি হয়? আমার তাতেই চলে যাবে। আহা রাগো কেন? প্রকৃতির দান সবই....তুমি, আমি, গোলাপ, বাঙের ছাতা আর আমার এই জঘন্য কবিতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।