আমাদের কথা খুঁজে নিন

   

আবোলতাবোল

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

তুমি বলতে তোমার হাতে আমার জন্য গোলাপ ভোরের আলোয় তাকিয়ে দেখি গোলাপতো নয়, প্রলাপ তুমি বলতে বুকের ভেতর যা আছে সব প্রেম আজকে হঠাৎ ছুঁতেই দেখি মিথ্যে রঙের ফ্রেম তুমি বলতে তোমার চোখের জানতে হবে ভাষা ভাষা জেনেই ভুল হোল আজ মিথ্যে সর্বনাশা তুমি বলতে কেউ না থাকুক থাকবে শেষেও তুমি এখন দেখি দুপুর বেলাও সন্ধ্যা মরুভুমি এখন জানি একলা থাকা একলা থাকা নয় বাকীটা পথ ছুটতে পারি কাটিয়ে সংশয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।