আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
এমন নয় যে আমার জন্মদিন খুব ঘটা করে পালন করা হয়। বরং প্রায় তা সবাই ভুলে যায়। এমনকি আমিও। আসলে আমি ভুলে যাই না, ভুলে থাকার ভান করি মাত্র। বুড়ো বয়সে তো জন্মদিন নিয়ে মাতামাতি করাটা ওতটা শোভন নয়! তবুও ৩ আগষ্টটা অন্য সব দিনগুলোর চেয়ে আলাদা হয়ে ধরা দেয় আমার মনে।
নিজের জন্মদিন বলেই এ দিনটির প্রতি আলাদা দুর্বলতা। দিনটি হয়ে যায় রঙিন প্রতিবছর।
এখন বাজে রাত ২ টা ৭, বাংলাদেশে ৭ টা ৭। সে হিসেবে দেশে ৩ আগষ্ট দিন শুরু হয়ে গেছে। ভালই লাগছে।
আজকে আমার জন্মদিন বলে। অনেকগুলো বছর আগে আজকের এই দিনে আমি জন্মেছিলাম। অদ্ভুত।
দেশে থাকতেও কোনকালে আমার জন্মদিন নিয়ে আমি বেশী মাতামাতি করিনি, আড়ালেই থেকে যেত তা, বিদেশে এসে তবু কেন জানি দেশকে মিস করছি। মনে হচ্ছে দেশে থাকলে অন্তত দেশের বাতাস, মাটি, রিক্সার টুংটাং, রাস্তায় কিশোরীর কলকাকলি, মানুষের হাক, ফেরীওয়ালার ডাক, ধুলো আমাকে ছুয়ে যেতে পারত পরম মমতায়।
এখানেএই ভীনদেশে আমাকে কে দেবে সেই অকৃত্রিম ছোয়া?
তাও একটু পেলাম ব্লগে এসে। মিল্টন ভাইয়ের এর পোষ্টটার জন্য আবারও কৃতজ্ঞতা ।
সত্যি অনেক ভাল লাগছে, কেক কাটতে ইচ্ছে হচ্ছে রীতিমত। যেটা অনেকবছর হয় করা হয় নি। ভুলেই গেছি কোনসময় করা হয়েছিল কিনা! হাহ হা।
লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। চোখে সামান্য ঘুম আর মনে একুট আধটু চঞ্চল্য মিলে এ অবস্থা।
যা হোক। সবাই ভাল থাকুন।
বন্ধু দিবসের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।