আমাদের কথা খুঁজে নিন

   

যেতে পারি.... কিন্তু যাইনি ....

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

যেতে পারি- সোজা নেমে যেতে পারি বারবার অকারণ কষ্ট দাও বলে, অভিমানে- ক্ষয়িষ্ণু নীল-এক আঁধারের দিকে- কিন্তু যাইনি, আসলে যাইনি কখনোই- বারবার ফিরতে চেয়েছি শুধু এই এককণা- আলোর দিকেই- এই প্রাঞ্জল এক পথরেখা- এই প্রতীক্ষার প্রিয় ঘর, তোমার দিকে-ই! শুধু তোমার হাতটুকু ধরে- বারবার মৃত্যু থেকে ফেরাতে চেয়েছি মুখ- পল্লবিত জীবনের দিকে। যে হাত ছুঁয়ে প্রতিদিন- ভোরের আকাশ জুড়ে দেখি -জীবনের চারু রঙ রাত্রির জ্যোস্নায় দেখি আরেকটি সফল দিনের -প্রীতিময় হাতছানি- কিভাবে ফেরাতে চাও আজ- চিরচেনা সেই হাত, অকস্মাৎ? কিভাবে এক টান দিয়ে ছুঁড়ে দিতে পারো -নিশ্চিন্তে সাবলীল- আর না ফেরা কোন নক্ষত্রের দিকেই আমাদের সকল অঙ্গীকার? অতঃপর যেতে পারি- সোজা নেমে যেতে পারি- এমন অবহেলা দেখে, অভিমানে নিদারুণ নিঃস কোন নারকীয় নর্দমায়, কিন্তু যাইনি, আসলে যাইনি কখনোই- বারবার ফিরতে চেয়েছি সেই ধ্রুবনীল সত্যের দিকেই সেই আনন্দ বেদনার এক ছাদ সেই আকাংখার প্রিয় ঘর- সেই তোমার দিকেই। শুধু তোমার চোখের দিকে চেয়ে বারবার কষ্ট দেওয়া অবহেলাটুকু ভুলে আঁকড়ে ধরতে চেয়েছি অবিরাম কোন এক মহেন্দ্রক্ষণে তোমার কাছ থেকে পাওয়া- এতোটুকু ভালোবাসার অবিনশ্বর এক স্মৃতি- এই বুকে! এইভাবে প্রতিবার তোমার 'ক্যাকটাস' বিছানো পথ হাঁটতে হাঁটতে রক্তাক্ত হয়েও- খুব ভোরে- তোমার জানালায় পৌছে দিয়েছি সব অভিমান বাগান জুড়ে ফুটে ওঠা এক একটি রক্তিম- আশ্চর্য্য ভালবাসাময় গোলাপ ! ................................................................................. (এ কবিতাটিও পোষ্ট করা হয়েছিল আমার 'অন্য আকাশ' নিক থেকে। কিছুটা সংশোধন ও পরিবর্ধিত করে নতুন করে এটি এখানে সংযোজন করলাম।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.