[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
“বই কিনে কেউ দেউলিয়া হয়না”-- সেই ছোট্ট বেলায় আমার প্রয়াত বাবা খুব ভালভাবেই মাথার মধ্যে এই বাক্য ঢুকিয়ে দিয়েছিলেন । তাই আজও আমি বই কিনেই চলেছি।
দেউলিয়া হয়েছি কিনা কখনও বলা যাবেনা , কারন আমার বউ বাচ্চা নেই , তাই কখনও দেউলিয়া হয়েও থাকলে সেটা উপলব্ধিটা আর করবে কে। একা মানুষের নিসংগতার শূণ্যতার মত অনেক ব্যতিক্রম শূণ্যতাও সস্তি যোগায়।
গত ১২ই ফেব্রয়ারী ছিল আমার বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।
বইয়ের এই মাসে বাবাকে অসীম শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আরেকটু বেশী শ্রদ্ধা জানাই আমাকে বই পাগল বানানোর তার প্রচ্ছন্ন প্রচেষ্টায়।
বাবার মৃত্যুবার্ষিকী জনিত কারনে মাকে দেশের বাড়ী, সাতক্ষীরাতে নিয়ে যাবার কারেন কয়েকদিন বইমেলাতে যেতে পারিনি।
আজ আর দেরী করবো না ভাবলেও জরুরী পার্থিব কারনে সাতটার আগে পৌঁছাতেই পারিনি।
তবে ভীষন আনন্দ উপলব্ধি করতে পেরেছি যখন মেলায় গিয়ে দেখলাম অনেক অনেক চেনা অচেনা ব্লগারদের উপস্থিতি, হলো অচেনাদের সাথে পরিচয়।
খুব ভাল লাগল।
নিজের অতি শখের ক্ষুদ্র প্রচেষ্টার তুচ্ছ গল্পের ( তথাপি) বইটির মোড়ক উন্মোচন করার সাহস পাইনি বলেই খুব আনন্দ আর উচ্ছ্বাসের সাথে শমন শেকল ডানা আর অপরবাস্তব এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচনে অংশ নিলাম।
এসবের ফাঁকে উপমার মত একটা মিষ্টি মেয়ের কষ্টটাও নাড়া দিয়ে ওঠে ক্ষণিক মনে। রুবেল কে সুধাই , কি অবস্থা সাহায্যের?
আরেকটু সময় পেরোলে ব্লগারদের প্রকাশিত অনেক গুলো বই নেড়েচেড়ে দেখি এবং শুরু করে দেই ক্ষুদ্র ক্ষমতায় ব্লগারদের লেখা বই ক্রয়।
কার টা কিনবো আর কারটা না , ভেবে সিদ্ধান্ত হীনতায় ভোগার থেকে ধুপ করে গোটা চারেক কিনে ফেললাম আজ।
ব্লগারদের লেখা যে চারটে বই কিনেছি।
---
১। শমন শেকল ডানা---হাসান মোরশেদ
২। সটোরি লাভের গল্প--- মুজিব মেহেদী
৩। পোষ্ট মর্টেম ---রুমানা বৈশাখী
৪। জায়গীরনামা---শেখ জলিল
বাসায় এসেই জামা কাপড় না খুলেই পড়ে ফেলেছি শমন শেকল ডানা , খাবার চিন্তা করতে হলোনা, মা নেই, বাসায় একা...আসলেই বইটার মাঝে টান আছে, শেষ করেই তাই খেয়ে নিলাম বাজার থেকে নিয়ে আসা পাউরুটি আর মিষ্টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।