আমাদের কথা খুঁজে নিন

   

বাজেটে ‘রেলচমক’

সংসদে বাজেট উপস্থাপনের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রী সোমবার বাজেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার উত্তরে একথা জানান অর্থমন্ত্রী।
মহাজোট সরকারের শেষ বাজেটে কোনো ‘চমক’ থাকবে কি না-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চমক একটা থাকবে। আর তা হল রেলখাতের উন্নয়ন নিয়ে মহাপরিকল্পনা। ”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের চার বছরে রেল খাতের উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়। নতুন ট্রেন এনে বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়।

  
রেল খাতের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপকে ‘যুগান্তকারী’ আখ্যায়িত করে মুহিত বলেন, এ ধারা অব্যাহত রাখা হবে।
রেল খাতে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত বরাদ্দও রাখা হবে বলে তিনি জানান।
চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়নে ১৩ হাজার ৩৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
রেল খাতের উন্নয়নের জন্য আলাদা বরাদ্দের কথা বললেও এর পরিমাণ এখনো ঠিক হয়নি বলে জানান অর্থমন্ত্রী।
তিনি জানান, গত চারটি বাজেট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে সব প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে তার বাস্তবায়নের একটি চিত্রও নতুন বাজেটে উপস্থাপন করা হবে।


“আগামী বাজেট হবে গত চার অর্থবছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে বুনিয়াদ রচনা করা হয়েছে, তা সংহত করার এবং আগামী সরকারের জন্য উন্নয়নের দিক নির্দেশনামূলক একটি বাজেট। ”
মঙ্গলবার এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) বৈঠকে ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৭৪ হাজার কোটি টাকার এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি)অনুমোদন দেয়া হবে।
সরকারের স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন খরচ যোগ হওয়ায় এবার এডিপির আকার বেশি বলে মনে করা হচ্ছে।
বাজেটের মোট আকার কত হবে- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “সেটা তো এখন বলবো না; সব কিছু এখন বলে দিলে ৬ তারিখে কী বলবো। ”
আগামী ৬ জুন সংসদে বাজেট প্রস্তাব করবেন মুহিত।

এনিয়ে সপ্তমবারের মতো জাতীয় বাজেট দিতে যাচ্ছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, গত চার বাজেটের মতো এবারের বাজেটেও বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেলপথ, বন্দরসহ ভৌত অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে।
এছাড়া মানবসম্পদ উন্নয়ন, কৃষি ও পল্লী উন্নয়ন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল বাংলাদেশ গড়াকেও নতুন বাজেটে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।
মুহিত বলেন, “২০১৩-১৪ অর্থবছরের বাজেট হবে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বাজেট। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.