আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু ফিরে যাচ্ছি আপন ঠিকানায়



চাঁদকে বলেছিলাম তুমি একটু আলোকিত ভালোবাসা নাও পৃথিবীকে আলোকিত করো পথযাত্রীদের পথের দিশা দিও না না কোন মুল্য দিতে হবে না, নদীকে বলেছিলাম পুরো জলজ ভালোবাসা নাও প্রেয়সীকে গান শুনাবে মাল্লারা ঢেউয়ের নাচনে উদ্বেলিত হবে ভাটিয়ালী সুরে কুলবধু প্রিয় বিহনের ব্যাথা লুকাবে কোন ফেরত খাম নাই ওখানে, আকাশকে বলেছিলাম মেঘেদের জন্য একটু ভালোবাসা রাখো নীলাভ হবে তোমার সমস্ত শরীর কবিদের কলমের ডগা দিয়ে বেরিয়ে আসবে রোমাঞ্চিত সব পদাবলী তোমার অঝর ধারায় উর্বর হবে শুষ্ক জমিন ভালোবাসার জন্য সৌজন্য হিসাবে নাও কেউ কথা রাখেনি আমার প্রয়োজন আর কারো নেই তাই নক্ষত্রের কবরস্থান কৃষ্ঞ গহব্বরই আমার ঠিকানা একান্ত আপন ঘর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.