আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
তোমার সাথে পালিয়ে যাব বলে
প্রহর গুণে কাটিয়েছি সেই রাত
অশ্রু নয়ন ঢেকেছি কাজল এঁকে
শাসনের বেড়ী ভেঙ্গেছে এদুটি হাত ।
তোমার সাথে পালিয়ে যাব বলে
মায়ের আদর সিন্দুকে দিয়ে তালা
বাবার স্নেহ ভেবেছি সুখের পথে
শাড়ীতে জড়ানো চোরকাঁটারই জ্বালা।
তোমার সাথে পালিয়ে যাব বলে
ছোট বোনের ভাবিনি ভবিষ্যত
শুতে নেইনি আদরের ভাইটিকে
পাছে মায়ায় আটকায় মোর পথ।
তোমার সাথে পালিয়ে যাব বলে
দেখিনি শখের বাগানের ফুল ধরে
পালা ময়নাটা চেঁচায় যদি জোরে
খাঁচা খুলে উড়িয়ে দিয়েছি তারে।
তোমার সাথে পালিয়ে যাব বলে
বাড়ির উঠোন, পুকুর পাড়ে যাইনি
পাশের বাড়ির বউদির কাছে যেয়ে
শখের জমানো গল্পের বই চাইনি।
তোমার সাথে পালিয়ে যাব বলে
লুডু খেলিনি রেনু খালার বাড়ি
ছোট্ট বেলার পুতুল খেলার সাথী
জনমের তরে দিয়েছে আমায় আড়ি।
তোমার সাথে পালিয়ে যাব বলে
এক কাপড়ে নেমেছি যে রাজপথে
তোমায় পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে
সিন্ডারেলা চড়েছে স্বপ্ন রথে।
তোমার সাথে পালিয়ে যাব বলে
সারাটারাত দাঁড়িয়েছিলাম ঠাঁয়
এসেছিল বিভৎস হায়নার দল
সেদিন তুমি আসনি নিতে আমায়।
তোমার সাথে পালিয়ে যাব বলে
সুখের কপাল পুড়িয়েছি নিজ হাতে
প্রতিদিন আমি হাতে হাতে বদলাই
রাস্তায় নামি রঙ মেখে প্রতিরাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।