আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান ড্রিম, বাংলাদেশী ড্রিম

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

হোয়াইনার ('Whiner') সব দেশেই আছে। গরীব দেশগুলোতে হ্য়তো একটু বেশি আছে, কিন্তু ধনী দেশগুলোতেও যে নেই তা না। আমেরিকাতেও হোয়াইনারদের কোন অভাব নেই। বারবারা এহরেনরাইখ তো আমেরিকান ড্রিম এর পতন নিয়ে বইই লিখে ফেলেছেন - 'নিকেল এ্যান্ড ডাইমড'। কিন্তু আমেরিকাতে এমন লোকও আছে যারা এখনও শক্তভাবে আমেরিকান ড্রিমে বিশ্বাসী।

এরকম একজন হলেন অ্যাডাম শেপার্ড। এহরেইনরেইখের বইয়ের প্রতিবাদে পকেটে শুধু ২৫ ডলার নিয়ে শেপার্ড আমেরিকান ড্রিমের এই এক্সপেরিমেন্টটা শুরু করেন। এটা নিয়ে একটা বইও লিখেছেন তিনি, টাইটেল 'স্ক্র্যাচ বিগিনিংস'। ১০ মাসের মধ্যে হোমলেস সেন্টারে থেকে আর একটা মুভিং কোম্পানীর হয়ে কাজ করে তিনি ৫,০০০ ডলার জমিয়েছেন, একটা এপার্টমেন্ট মর্টগেজে কিনেছেন আর একটা পিকআপ ট্রাক কিনেছেন। ওনার ইন্সপায়ারিং গল্প পড়তে পারবেন এখানে: http://www.scratchbeginnings.com/ বাংলাদেশেও কি এটা সম্ভব? এটি একটি ইন্টারঅ্যাক্টিভ পোস্ট, আপনাদের মন্তব্যের প্রেক্ষিতে আমি এই প্রশ্নের উত্তর আপডেট করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.