পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
আমার মনে হয় এফিডেভিট করে আমার নাম বদলে নষ্ট মাথার দুষ্ট বালিকা দেয়া উচিত। নামকরনে এর চেয়ে বড় সার্থকতা আর হবেনা। দুষ্টুমী আজকাল কতটা করি জানিনা কিন্তু
আমার নষ্ট মাথার সুনামতো চারিদিকে...! কি যে হচ্ছে আজকাল বুঝতেসিনা, মুড যেন বাতাস বইলেই পাল্টাচ্ছে...কোনই আগামাথা নাই...এই ভাল আর এই খারাপ...মুড বদলের এই ধারায় মুডের সাথে সাথে ফেসবুকের স্ট্যাটাস পাল্টাচ্ছি আর বন্ধুজনের গালি খাচ্ছি...সবার দাবী এক,
তারা কয়যে, 'আরে বাবা! একটা মিনিট সময়তো দে...আগের স্ট্যাটাসটাই এখনও পড়তে পারলাম না...এর মাঝে আবার বদলালি?'...এদের ভয়ে আমি আজকে সারাদিন যে মুডেই থাকিনা কেন এক স্ট্যাটাসেই ছিলাম......
দিনকালও ঢিলাই যাচ্ছে...সারাদিন নেটে থাকি, কিংবা সিনেমা দেখি, নিয়মিত সিনেমা ডাউনলোডতো চলছেই...আচ্ছা, এক কাজ করি, এই কদিনে কি কি সিনেমা নামালাম আর দেখলাম তার লিস্ট দেই, আপনারা আপনাদের প্রিয় সিনেমার নাম দিয়ে আমাকে সাহায্য করেন...
এই কদিনে দেখা, বা ডাউনলোড করা [এখনও না দেখা] সিনেমাঃ
[নামগুলো ইংরেজীতেই লিখছি...তাতে পড়তে এবং বুঝতে সুবিধা...]
1. perfume
2. the counterfeiter
3. the bank job
4. true romance
5. পরশ পাথর
6. one flew over the cucku's nest
7. the usual suspect
8. the lake house
9. memento
10. seven
11. grave of the fireflies
12. schindler's list
13. spring, summer, fall, winter and spring
14. august rush
15. fools rush in
16. dead poets society
17. kramer vs. kramer
18. micheal clayton
19. it's a wonderfull life
20. sydney white
21. afro samurai resurraction
22. changelin [এখনও ডাউনলোড চলছে]
23. once [শিরোর অনুরোধে ডাউনলোড করছি]
24. slumdog millionaire
25. the curious case of benjamin button
26. the boy in the stripped pyjamas
27. enemy at the gates
28. baran
29. children of the heaven
30. scarface
31. passengers
32. the shawshank redemption
33. the perfect man
34. eastern promises
35. the sound of music
এর মাঝে অনেক গুলা দেখা সিনেমা আবার দেখলাম এই কদিনে, এই লিস্টের বেশ কিছু সিনেমা এখনও দেখা হয়নি, আশা করসি এই ছুটির বাকি পাঁচ দিনে দেখে ফেলতে চেষ্টা করব...এই সিনেমা গুলো নিয়ে আমাকে জানান, আরও জানান আপনার প্রিয় সিনেমার কথা...দুষ্ট মেয়ের সাথে নাহয় একদিন সিনেমা নিয়েই কথা বললেন!...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।