আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়ার মডেলটা যা সুন্দর!!! দেখুন না!!

"...কোন মানুষকেই তার কাজের জন্য বেশি প্রশংসা বা বেশি নিন্দা করা উচিত নয়। কারণ আমরা সকলেই অবস্থা, পরিবেশ, শিক্ষা, অভ্যাস, বংশগত ধারা ইত্যাদির উপর নির্ভরশীল..." -Lincoln

মডেলটা বড্ড পুরনো; মুখে কী তা বলবে? চামে চামে নষ্ট করবে। দিনরাত গেম খেলবে। কী টিপে আলগা করবে। মেয়ের হাতে দিবে।

মেয়ে এ নিয়ে খেলবে। হাত থেকে ফেলবে। ফ্লোরে আঁছড়াবে। পানিতে চুবাবে। একদিন ডিসপ্লে হবে, ইনাসার্ট সিম কার্ড।

অথবা, সার্ভিস আনাভেইলিভল। তারপর- দেখতো! মোবাইলটা এমন করছে কেন? হুমম!! মটোরলা রেজর!!! আজকাল কেউ ব্যবহার করে!!? নোকিয়ার অমুক মডেলটা যা সুন্দর! মুখে মোহনীয় হাসি। মডেল বদলের শখ হইছে, বদলাও। সব নষ্ট করার দরকার কী? কী!! আমি সব কিছু নষ্ট করি? আমি নষ্ট করি? আমি নষ্ট করি? ছেলেকে- এই যা পড়তে বস্ । এখন কিসের পড়া আম্মু? মুখে মুখে কথা? মুখে মুখে কথা? বাপের মুরিদ হইছো? বাপের মুরিদ? গাব গাছের গোড়া দিয়ে সেগুন গাছ গজায় না।

যা সামনে থেকে। পিঠে কিল একটা। ধুম। মেয়েকে- এই এতো ট্যঁট্যাঁ কিসের? যা বাবার কোলে যা। আমার কাছে কী? গালে চড় একটা।

ঠাস। দরজা বেচারা নির্দোষ, বোবা। তাও সে আক্রান্ত হল। আঁছড়ে পড়লো চৌকাঠে। ধা.....আ..আ....ম!! :-) (কেউ ভুল বুঝছেন কিনা বুঝতে পারছি না।

নোকিয়া সত্যিই সেল ফোনের এই ডিজাইনটা করেছে। )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.