আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়ার গল্প

জীবন যখন ব্যস্ত যেমন দুই পরতা

1800 সালের শেষের দিকে ফিনিশ রাবার ওয়ার্কস নামক কোম্পানিটি তাদের যাত্রা শুরু করেছিলো ফিনল্যান্ডের একটি ছোট্ট শহরে। আর আজ, অন্যান্য জিনিষের সাথে জুতো তৈরির সেই কোম্পানিটিই হলো নোকিয়া, বিশ্বের প্রধান সেল ফোন প্রস্তুতকারক। সারা বিশ্বজুড়ে নোকিয়ার বর্তমান মার্কেট শেয়ার 38 শতাংশ। 2001 সালে নোকিয়ার সার্বিক মুনাফার পরিমাণ ছিল 30 বিলিয়ন মার্কিন ডলার যা নাকি ফিনল্যান্ডের সমগ্র জিডিপি'র 4 শতাংশ। ফিনল্যান্ডের সব রকম চাকরিতে নিয়োগের 5 শতাংশ এবং দেশের গবেষণা ও উন্নয়ন বাজেটের 35 শতাংশ আসে নোকিয়া থেকে।

নোকিয়ার সাফল্যের কাহিনীটি আরো কল্পকাহিনীর মতো শোনাবে যদি আমরা একটি বিষয় বিবেচনায় আনি। সেটি হলো 19 শতকের প্রথম দিকেও ফিনল্যান্ডকে দরিদ্র দেশ হিসেবেই বিবেচনা করা হতো। দারিদ্র এবং খণ্ড খণ্ড যুদ্ধই ফিনল্যান্ডের জনসংখ্যাকে সংকুচিত রাখতে বাধ্য করেছিলো। আর আজ ফিনল্যান্ডকে কিন্তু ধরা হয় ইউরোপের একটি প্রধান হাইটেক হাব এবং সেদেশের নাগরিকদের সম্মান দেখানো হয় বিশ্বের সবচেয়ে প্রতিযোগি জাতি হিসেবেই। নোকিয়ার এই সাফল্যের পেছনে ফিনল্যান্ড গভর্মেন্টের যুগোপযোগী পলিসি ছাড়াও রয়েছে নোকিয়ার বিগত দশক ধরে বিচণ কোম্পানি স্ট্র্যাটেজি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.