প্রযুক্তিকে ভালোবাসি। সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
সিম্বিয়ান সাপোর্টেড সেটের জন্য AntiThief নামে একটি সফটওয়্যার আছে এটা দিয়ে মোবাইল চোর ধরা সম্ভব। এটা ব্যবহার করার জন্য প্রথমে আপনার সেটের ফোন মেমরিতে ইনস্টল করুন।
এবার সফটওয়্যার চালু করুন। নিচের মত উইন্ডো আসবে।
এবার Option>Settings সিলেক্ট করুন। এবার Attack মেনুতে
Auto Answer Calls,SMS To Mobiles ও Raise Siren Alarm এ Yes সিলেক্ট করুন।
এবার Settings এ Password Protect এ Yes ও Enter Password এ আপনার পছন্দমত পাসওয়ার্ড লিখুন।
এবার মোবাইল মেনুতে সেট চুরি হলে আপনি যে নাম্বারে এসএমএস পাঠাতে চান সেই নাম্বার আ্যাড করুন।
এবার সিলেক্ট করে সফটওয়্যারটি মিনিমাইজ করুন।
এরপর আপনার সেটে আপনার সীম ছাড়া অন্য কোন সীম লাগানো হলে সেট লক হয়ে যাবে(আপনি আপনার পাসওয়ার্ড দ্বারা আনলক করতে পারবেন) এবং সেই সীম থেকে আপনার নির্বাচিত নাম্বারে মেসেজ চলে আসবে। ফলে আপনি চোরের নাম্বার জেনে যাবেন।
সফটওয়্যারটি ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।