আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রা বিরতি

আমি যেন এক মেঘ হরকরা

অবকাশহীনতার নীলনকশায় থাকে না যাত্রা বিরতি যাবার পথ ডুবে যাবে রবীন্দ্রসঙ্গীতে কে জানিত বলো : কিছুটা গানে ভেসে কিছুটা প্রতিরোধহীন থামতে হলো ক্ষতের হাওড়ে, বেদনার কাশবনে ; শেখা হলো অবগাহন, চেনা হলো বাতাসের রঙ। যাত্রা বিরতির কথা ছিল না নীলনকশায় চোরাবালি তাই থেমে যাওয়া, এক গ−াস রোদের শরবত হাতে অপেক্ষায় প্রসন্ন সড়ক। আর কত অজুহাত থাকে যাত্রা বিরতির ! জীবনটা যেন এক সম্পূরক দৌড় : নতুন বিরতি, নতুন ব্যাটন.... আবার খরা, বৃষ্টির গান.... গানের ভেলায় চক্রানুচক্রমন.... যাত্রাবিরতি ঘটে : দ্বিধার ভাসান নির্দ্বিধার ঘাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।