http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
আমরা সবাই কিছু না কিছু শেয়ার করতে চাই --
যেমন আমি আমার পছন্দের গান , ছবি বা আমার চিন্তা শেয়ার করতে চাই ---
গুরুজনরা বলে দু:খ শেয়ার করলে কমে আর সুখ শেয়ার করলে বাড়ে -- খাটি কথা ছিলো
ভাগাভাগির কত ভাল উদাহরন আছে -- প্রেমিক সুন্দর চাদ উঠলে প্রেমিকার সাথে আনন্দ ভাগ করতে চায় , ভাল কোন খাবার খেলে বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে ;
ব্যবসার লাভ অবশ্য অনেকে শেয়ার করতে চায় না সুন্দর/অসুন্দর প্রিয়জন শেয়ার করতে চায় না কেউ ই ..
শেয়ার ব্যবসা করতে গিয়ে চেয়ার থেকে পরে গেসে এমন অনেকেই আসে ..
সুসংবাদ অনেকেই শেয়ার করতে গিয়ে বিপত্তিতে পরে
-- অর্ধেক সিদ্ধ সুসংবাদ শেয়ার করতে গিয়ে মার্ফি'র ল -এর চক্করে পরে ভন্ডুল হয়ে যায়
নাস্তিকরাও শেয়ার করে অবিশ্বাস ; মোল্লারা শেয়ার করে ভন্ডামী আর দূষিত ধর্মচিন্তা
কারো বিকৃত শৈশব/ কৈশোর থাকলে বড় হয়ে ছোটদের মাঝে শেয়ার করতে চায়
সবাই শেয়ার করতে চায় ---
টেরোরিষ্টরাও শেয়ার করতে চায় -- ওদের জীবনের যন্ত্রনা গুলি চায় -- সবার সাথে ; আত্নঘাতীরা তাদের বোমার ভাগ করতে চায়
এখনকার দিনে পুরানদিনের গুরুজনের কথা পরিবর্তন করার সময় মনে হয় এসে পরেছে ;
যন্ত্রনা শেয়ার করলে যন্ত্রনা বাড়ে / গোপন কথা শেয়ার করলে কষ্ট বাড়ে
যদি শেয়ার করতে হয় প্রিয় বন্ধুর চেয়ে টোটাল স্ট্রেনজার কে বলা ভালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।