কে বলে নেই তার ভাষা
কেবলই মৌণ; নিরাবেগী নিস্পৃহ
তাবত্ শরীরে যন্ত্রনার কঙ্কর
কঠিন পাথরে বেজে উঠে সুর; হতাশার
নাহ্ সত্য নয় যে তাহা
বিমুগ্ধ চাওনি প্রেমময় ধ্যান আহা!
বিশ্বাসে সুদৃঢ়; অটল আশ্বাসী মায়া
যাকে বাঁধাবে; শুধুই তার রবে
নেই ফাঁকি প্রবঞ্চনা তাতে কোনও
পাহাড়ের গায়ে তরুনী নুঁড়ির স্পন্দন
ক্রন্দন সুর যন্ত্রনায় কড়া নাড়ে
মিথ্যে ছলনায় জীর্ণ গুল্ম শাখারা
মৃত পাতা সব; ব্যর্থতার ঝুল ঝাড়ে
অক্ষর শিলা বর্ণমালায়-
পড়েছি কবিতা দুর্গম পাহাড়ে
দেখেছি তাদের অভিমানী খাঁজ যন্ত্রনা দাহ
বিক্ষিপ্ত প্রস্তর কুঞ্চন প্রাবল্য সংযমে
সুরমা গুঁড়োয় ভরা আপাত; অসুন্দর-
অমসৃণ দেহ-ত্বক
ছোট-বড় অজস্র পাহাড়; গায়ে গা লেগে সাজানো অরণ্য
বিস্তৃত আকাশ অবারিত জমিন
আকর্ষণ করছেনা তা’কে কিছুই,
ঐশ্বর্যময় প্রাণের আবেগ তার শুধুই-
নিমগ্ন স্রষ্টার ধ্যানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।