আমাদের কথা খুঁজে নিন

   

রোদের অক্ষর

ইমন সরওয়ার

আমিত্ব জাগিয়া উঠে প্রতিদিন রোদের অক্ষর ... একে একে দেনাগ্রস্থ হলে পরিবৃত মুখগুলো সহাস্যে হল্লা করে চারদিক। দুর্মুখ আমি─দু’পায়ে মাড়িয়ে যাই লক্ষ্যহীন বাদামির ঘষ্টানিতে নষ্ট করি অমৃতসময়। খলবল-কবিতাগুলো বাজারদরে বিকিয়ে গেলে খসে পড়ে কবি ও কবিত্বের বাণিজ্যরীতি। .. খন্দেই ছিল ইচ্ছার মিহি-টান যত্বে রেখেছি বহুকাল হে পাপ বিদ্ধ করো, ইচ্ছাকে জাগিয়ে রাখো তুমুল-করতলে রোদের অক্ষর নিয়ে জেগে রবো বরেন্দ্র-নগর। উৎসর্গ : বন্ধু ওমি আমার ভেতর জেগে রয় একাল-সেকাল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।