আমাদের কথা খুঁজে নিন

   

ভীষণ ভালোবাসি

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

আমার ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা সেরা, এই ভাষাতে বলতে পেরে ধন্য জীবন জোড়া । এই ভাষারই সূর লহরী আকুল করে প্রাণ, তাইতো মোরা বাংলা ভাষায় গাই জীবনের গান । এই ভাষারই কল-কাকলী দোদুল দোলায় দুলে, উপচে উঠে ছলকে পড়ে ধরার দু'কূল কূলে । বাংলা ভাষার ছন্দে জাগে ঝর্ণার চপল গতি, চঞ্চলতায় ফিঙ্গে যেমন শান্ত রুপের নদী । এই ভাষাতে স্বপ্ন দেখি এই ভাষাতেই হাসি, এই ভাষারে মায়ের মতো ভীষণ ভালোবাসি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।