- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
ইদানীং আমার ভীষণ খরায়
হৃদয়ে পুষি এক কাঙালপনা।
আদি না পাই, অন্ত না পাই
বৃথাই তাদের দিশা খুঁজে ফেরা
শুনা হয়না হৃদয়ের কড়ানাড়া-
এক সুমধুর সুর, পরম মাদকতায়..
কেউ আসে না, কেউ নাড়ে না
তবু জানি, কেউ যাইনি কোথাও
কারণ যাওয়া বলে কিচ্ছু নেই-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।