ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না। এখন আমি একটি ছায়া নিয়ে হাঁটছি যা অন্য পরিচিত মুখ হল না আমার জীবনের উপর খুঁজছি ফিরে এবং যে জায়গায় আমি হাঁটছি সে খানেও ! যে মুখমণ্ডল,ছবি ,প্রতিমাকে আমি হৃদয়ে এঁকেছি শৈশব থেকে তাই প্রায়ই পিছনে ফিরে তাকানো... খুঁজছি ফিরে আমার কৃতকর্মের জীবনের অনেক সময় পিছনে ফেলে ভাবি সময়ে আমি কত বোকা আমার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি? আমার জীবনের উপর খুঁজছি ফিরে দেয়ালে বিবর্ণ স্মৃতি যাকে আমি কখনো নিঃশেষ হতে দিবনা আমি ধ্বংসাবশেষ ভীষণ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।