আমাদের কথা খুঁজে নিন

   

পাছা বাঁচাতে মারিয়া জামাত!

যুদ্ধাপরাধীদের বিচার চাই

জঙ্গি দমনে 'দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স' হলে জামাতের সমস্যা কি? মইত্যা রাজাকারের মাৎকার দেখেন বিডিনিউজ থেকে। জঙ্গি দমনে টাস্ক ফোর্স দরকার নেই: জামায়াত ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জঙ্গি দমনের জন্য প্রস্তাবিত 'দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠনে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী। বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি মজলিশে শুরার উদ্বোধনী অধিবেশনে জামায়াত প্রধান প্রচলিত নিরাপত্তা বাহিনী দিয়েই জঙ্গি দমন সম্ভব বলে মত দেন। নিজামী গত সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, '' নির্বাচনে যে ফল হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। " বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে মজলিশে শুরার দুইদিনব্যাপী বৈঠক শুরু হয়।

অধিকাংশ সদস্য এ বৈঠকে যোগ দিচ্ছেন। নির্বাচনের পর হচ্ছে বলে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। নিজামী টাস্ক ফোর্সের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়ে বলেন, ''র‌্যাব, পুলিশ, বিডিআর,সেনাবাহিনী দিয়েই জঙ্গি উৎখাত সম্ভব। সেদিকে নজর না দিয়ে দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠন করে বিদেশি সামরিক শক্তিকে দেশে আসার সুযোগ করে দেওয়া হলে সেটা খাল কেটে কুমির আনার শামিল হতে পারে। '' ভারতকে ট্র্যানজিট দেওয়ার ব্যাপারে সরকারের চিন্তাভাবনার সমালোচনা করে তিনি বলেন,'' ট্র্যানজিটের নামে করিডোরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিন্তু মনে রাখতে হবে এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা জড়িত। '' জঙ্গি ইস্যুকে দেশের মানুষ সমর্থন করে না মন্তব্য করে নিজামী বলেন, "দেশের মূলধারার সব ইসলামী দল এদেরকে বিপথগামী ও পথভ্রষ্ট হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং জনগণ ও প্রকৃত আলেম-উলামাদের সহযোগিতা নিয়ে র‌্যাব, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী দিয়ে জঙ্গি উৎখাত সম্ভব। " সন্ত্রাস দমনে সার্ক অঞ্চলের দেশগুলোর যৌথ প্রচেষ্টা গ্রহণের লক্ষ্যে আওয়ামী লীগ দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠনের খথা বলছে। মজলিশে শুরার এ অধিবেশনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, এ টি এম আজহারুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এসকে/১৭৪০ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.